লাইফ স্টাইল ৩০ নভেম্বর, ২০২২ ০৯:৪০

আলুর নানা অজানা উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: শরীরের অনেক সমস্যা দূর করতে আলু বেশ কার্যকর। আলু হাড়ের স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। এ খাবারটি খুব সহজেই হজম করা যায়। এ ছাড়াও আলুর রয়েছে নানা উপকারিতা।

আলু খাওয়ার উপকারিতা-

  1. আলু হজমে সহায়ক হওয়ায় এটি পেটের নানা ধরনের সমস্যা কমাতে সহায়তা করে।
  2. আলুতে থাকা পুষ্টিগুণ গাঁটে বাত (গাউট) এবং আর্থ্রাইটিসেও উপকার দেয়।
  3. আলুতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি৬ এবং ভিটামিন ‘সি’, যা শরীরের পাচনতন্ত্রের প্রদাহ থেকে আরাম দেয়।
  4. আলুতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, ভিটামিন সি এবং ভিটামিন বি ১২। যা হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে।
  5. শরীরের রোগ প্রতিরোধশক্তিও বাড়াতে সাহায্য করে আলুতে থাকা ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিড্যান্ট।
  6. আলুতে উপস্থিত কার্বো-হাইড্রেট ওজন বাড়াতে বেশ সাহায্য করে। ওজন বাড়াতে তাই নিয়মিত আলু খেতে পারেন।

আমাদের কাগজ//জেডআই