বিনোদন ১ ডিসেম্বর, ২০২২ ০৬:০৬

বাংলাদেশের সঞ্জয়ের পরিচালনায় জিৎ

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার নাটক, ওয়েব সিরিজ দিয়ে তুমুল আলোচিত। দেশের গণ্ডি পেরিয়ে এবার পা রাখতে যাচ্ছেন টলিপাড়ায়। টলিউড সুপারস্টার জিতের পরবর্তী সিনেমার পরিচালকের আসনে বসবেন বাংলাদেশের সঞ্জয়। জিৎকে নিয়ে সঞ্জয় সমদ্দার ছবি নির্মাণ করছেন এ গুঞ্জন বছর খানেক আগে থেকেই চলছে। অবশেষে জিতের পক্ষ থেকে ঘোষণা আসার মাধ্যমে গুঞ্জন সত্যি হয়ে ধরা দিলো।

বুধবার (৩০ নভেম্বর) জন্মদিন উপলক্ষে জিতের ফেসবুক পেজ থেকে চমকপ্রদ ঘোষণাটি দেওয়া হয়। এদিন প্রকাশ করা হয় ছবির টাইটেল পোস্টার। ক্যাপশনে লেখেন, ‘যখন পশু হয়ে যায়…’। ‘মানুষ’ শিরোনামে চলচ্চিত্রটি নিয়ে এক হচ্ছে দুই বাংলা। জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড’ থেকে নির্মিত হবে ছবিটি।

সঞ্জয় জানান, এটি সম্পূর্ণ কলকাতার প্রোডাকশনের সিনেমা। জিৎ ছাড়াও গোপাল মান্দানি এবং অমিত জুমরানির প্রযোজনায় নির্মিত হবে এটি। শোনা যাচ্ছিল, জিতের এই ছবিতে ঢাকার নামকরা কয়েকজন অভিনেতাকেও দেখা যাবে। গুঞ্জনে জল ঢাললেন নির্মাতা। জানালেন, কলকাতার এই সিনেমায় থাকছেন না কোনো বাংলাদেশি অভিনেতা। 

সঞ্জয় বলেন, ‘সিনেমাটি পুরোপুরি কলকাতার। কলকাতার প্রোডাকশনের। তাই বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীকে এতে দেখা যাবে না।’ এ সিনেমায় জিৎ ছাড়াও অভিনয় করবেন জিতু কমল। তবে জিতের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনও চূড়ান্ত নয়। জানানো হবে শিগগিরই।

মেধাবী নির্মাতা সঞ্জয় সমদ্দার নাটক ও ওয়েব কনটেন্ট বানিয়ে ইতোমধ্যে নিজের জাত চিনিয়েছেন। তার নির্মিত ‘যে শহরে টাকা ওড়ে’, ‘অমানুষ’, ‘গেইম ওভার’, ‘পলিটিক্স’, ‘আপনার ছেলে কী করে?’ ‘শিফট’ ‘লোহার তরী’, ‘ট্রল’, ‘দাগ’ প্রজেক্টগুলো দর্শক প্রশংসা পেয়েছে।

আমাদেরকাগজ/ এএইচ