খেলাধুলা ৫ ডিসেম্বর, ২০২২ ০৮:৪১

কাতার বিশ্বকাপ

সেনেগালের বিপক্ষে দাপুটে জয় পেলো ইংল্যান্ড

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ওপর থেকে 'অঘটনের জুজু' কি কেটে গেছে! গ্রুপ পর্বে কত ‌অঘটন, কত সমীকরণ মিলিয়ে 'আসল লড়াই' নকআউট শুরু হয়েছে। দুই দিনে চারটি ম্যাচও হয়ে গেছে। কিন্তু কোন টুইস্ট নেই! নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ফ্রান্সের মতো ইংল্যান্ডও নির্বিঘ্নে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। থ্রি লায়ন্স খ্যাত ইংলিশরা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তেরাঙ্গা লায়ন্সদের।

রোববার (৪ ডিসেম্বর) রাতে আল বায়াত স্টেডিয়ামে ফেবারিট হয়েই নেমেছিল ইংল্যান্ড। তবু সিংহে সিংহে লড়াই জমার আভাস ছিল। ডাচ, লেস ব্লুজরা যত সহজে শেষ আটে গেছে অত সহজ হওয়ার কথা ছিল না ম্যাচটি। সেনেগালিচরা যে গতির খেলা দেখাতে পারে। ম্যাচের শুরুতে একবার ভয়ও দেখিয়েছিল আলিউস সিসের দল। ওই সুযোগ হারানোর পর থ্রি লায়ন্সরা তাদের দাপট দেখিয়েছে। 

ম্যাচের ৩৮ মিনিটে প্রথম লিড নেয় ইংল্যান্ড। গোল করেন দলটির মিডফিল্ডার জর্ডান হ্যান্ডারসন। তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার জুডে বেলিংহ্যাম দারুণ এক বল পাঠান জর্ডানকে। ওয়ান টাচে জালে পাঠিয়ে দেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে লিড ২-০ করে ইংলিশরা। এবার গোল করেন দলটির স্ট্রাইকার হ্যারি কেন।

গোলের খাতা খোলেন। ফিল ফোডেন তাকে পাস দিলেও আসল কাজটা করেছেন বেলিংহ্যাম। তিনি মাঝমাঠ থেকে দারুণ ড্রিবলিং করে বল নিয়ে উপরে চলে আসেন। ওই বল ফোডেন হয়ে যায় হ্যারির পায়ে। 

এরপর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে গোল করেন শুরুর একাদশে জায়গা পাওয়া তরুণ রাইট উইঙ্গার বুকোয়াকা সাকা। তাকেও গোল করান ফোডেন। কর্তৃত্ব করে খেললেও ইংলিশরা সেনেগালের গোল পোস্ট লক্ষ্য করে খুব বেশি শট নিতে পারেনি। চারটি শট নিয়েই বরং তিন গোল পেয়েছে রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনাল খেলা ইংল্যান্ড। এবার কাতারে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের সামনে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স বাধা।

 

আমাদের কাগজ//টিএ