রাজনীতি ৫ ডিসেম্বর, ২০২২ ০১:৪২

নোয়াখালী জেলা আ. লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ নোয়াখালীতে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু। আজ সোমবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উদ্বোধনী বক্তব্যে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, স্লোগান যদি দিতে হয় তাহলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিন।

 

ওবায়দুল কাদের বলেন, অনেক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। আজকের সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধ লড়াই করে উন্নয়নের সড়ক বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে চলছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। 

কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তে বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তার পর থেকে সমাবেশস্থল পর্যন্ত নির্মাণ করা হয়েছে তোরণ। ইতোমধ্যে সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনকে ঘিরে জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। আজকের সম্মেলনে কে হবেন সভাপতি ও সাধারণ সম্পাদক তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

দলীয় নেতারা জানান, এবারের সম্মেলনে প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। সবার অংশগ্রহণে একটি ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতা নির্বাচনের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত যেটাই হোক, তারা সেটা মেনে নিয়েই রাজনীতি করবেন।

প্রসঙ্গত ২০১৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। সে সময়  সভাপতি হিসেবে এ এইচ এম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নাম ঘোষণা করেছিলেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আমাদের কাগজ/এম টি