সারাদেশ ৬ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৮

আখাউড়ায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবসের আনুষ্ঠানিকতা শুরু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আজ ৬ ডিসেম্বর। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস। ১৯৭১ সালে এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আখাউড়া মুক্ত হয়। 

দিবসটি উপলক্ষে এর আগের দিন সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। উপজেলা প্রশাসন, পৌরসভা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে এই কর্মসূচি পালন করা হয়।

 

স্থানীয় লোকজন উৎসব মুখর পরিবেশে এ দৃশ্য দেখেন। মুহূর্তের মধ্যে মুক্তমঞ্চের চারদিকে লোকে লোকারণ্য হয়ে উঠে। তাছাড়া এদিকে দিনটিকে স্মরণ করে রাখতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড দুইদিন ব্যাপী নানা কর্মসূচি হাতে নেন।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জামশেদ শাহ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, অতিথিদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন মো. বাহার মিয়া মালদার, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাখাওয়াত হোসেন খান স্বাধীন, সাধারণ সম্পাদক জিয়াউল হক খাদেম দ্বীমান,যুগ্ন সাধারণ সম্পাদক যুবরাজ শাহ্ রাসেল, আবুল বাশার, আরিফুল ইসলাম, ও সাবেক আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির আহ্বায়ক আনিছ, অর্থ সম্পাদক আরিফুর রহমান, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাছাড়া মঙ্গলবার সকালে স্থানীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ, আনন্দ র‌্যালি, পোস্ট অফিসের স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে। 

১৯৭১ সালে ৭ মার্চ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর থেকে আখাউড়া উপজেলার সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। মুক্তিযোদ্ধা পরিচালনার জন্য দেশ প্রেমিক, বুদ্ধিজীবী, ছাত্র, যুবক, শ্রমিকনেতা কর্মীসহ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আখাউড়ায় গঠন করা হয় সর্ব দলীয় সংগ্রাম পরিষদ। ওই পরিষদের নেতৃত্বে ছিলেন কাজী ওয়াহেদুর রহমান লিলু মিয়া।


এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জমশিদ শাহ, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক যুবরাজ শাহ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মোমবাতির আলো প্রজ্বলন ও পৌর এলাকার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলে পৌর মুক্তমঞ্চ আলোকিত হয়ে ওঠে।

আখাউড়া মুক্ত দিবস উদযাপন ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক দীপঙ্কর ঘোষ নয়ন বলেন, আগামীকাল ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস পালন করা হবে। সকালে উপজেলা ডাকঘরে পতাকা উত্তোলনের পাশাপাশি আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে বলে জানান তিনি।

আমাদের কাগজ/এম টি