খেলাধুলা ৬ ডিসেম্বর, ২০২২ ১০:৩৪

কাতার বিশ্বকাপ

ব্রাজিলের জয় উৎসর্গ পেলেকে

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর নিজেরা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা।কিন্তু আনন্দে উল্লাসে তখনও মেতে ওঠেননি। এরই মধ্যে দেখা গেলো নেইমার এবং ব্রাজিলের আরেক ফুটবলার মিলে একটি ব্যানার নিয়ে আসছেন মাঠের মধ্যখানে। ব্যানারটিতে ছিলো  পেলে ছবি অঙ্কিত। 

গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে ভর্তি তিনবারের বিশ্বকাপজয়ী তারকা পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাওয়া জয়টাও তিতের শিষ্যরা উৎসর্গ করলেন পেলেকে। ম্যাচ শেষে পেলের ব্যানার নিয়ে দাঁড়ালেন তিতের সব শিষ্য। সেই ব্যানারে লেখা ‘পেলে’। পাশে ব্রাজিলিয়ান কিংবদন্তির আইকনিক গোল উদযাপনের ছবি। ব্রাজিল জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ফেসবুক পেজে থেকে মুহূর্তটির ছবি শেয়ার করা ক্যাপশনে লেখা, ‘আমরা তোমার পাশে রাজা! আমরা চিরদিন তোমার পাশে আছি।’

অন্তত পেলের জন্য হলেও এই ম্যাচ জিততে চেয়েছিলেন নেইমার-থিয়াগো সিলভারা। আর পেলেনও দুর্দান্ত এক জয়। দ. কোরিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছে তাঁরা। প্রথমার্ধেই চারবার সাম্বা নৃত্যে মাতেন তিতের শিষ্যরা। ব্রাজিল কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করল হেসে খেলে। প্রথমার্ধে দক্ষিণ কোরিয়ার জালে গোল উৎসবে মেতে ওঠা সেলেসাওরা জিতেছে ৪-১ গোলে। 

৮২ বছর বয়সী সাবেক এই কিংবদন্তি ফুটবলার কোলন ক্যান্সারে আক্রান্ত। এক বছর আগেই অস্ত্রোপচার করা হয়। কিন্তু এরপরও নিয়মিত কেমোথেরাপি দিতে হয় তাকে। মাঝে মধ্যেই অবস্থা সঙ্কটজনক হলে তাকে হাসপাতালে নেয়া হয়। যে কারণে এবার পেলেকে কাতার বিশ্বকাপ দেখতে আসার জন্য ডাক্তার অনুমতি দেননি। এখনও তিনি রয়েছেন একেবারে শেষ অবস্থায় বলা যায়।

 

আমাদের কাগজ// টিএ