ধর্ম ও জীবন ৬ ডিসেম্বর, ২০২২ ০৬:৪৯

কেয়ামতের দিন যাদের চেহারা উজ্জ্বল হবে

ধর্ম ডেস্ক: শুক্রবারের মর্যাদা ও মর্যাদা সপ্তাহের অন্য যেকোনো দিনের চেয়ে বেশি। মহান আল্লাহ এই দিনটিকে সকল দিনের মধ্যে শ্রেষ্ঠতম দান করেছেন। আল্লাহ তায়ালার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে, কোরআনে জুমা নামে একটি পৃথক সূরা নাজিল হয়েছে।

আল্লাহতায়ালা কোরআনে বলেন, হে ঈমানদারগণ! জুমার দিনে যখন নামাযের আযান দেওয়া হয়, তখন আল্লাহর স্মরণে (মসজিদে) অগ্রসর হও এবং ক্রয়-বিক্রয় পরিত্যাগ কর (সব পার্থিব কাজকর্ম। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে।) (সূরা জুমা-০৯) )

এক হাদিসে রাসূল (সা.) বলেছেন, শুক্রবার মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন। (ইবনে মাজাহ, হাদিস নম্বর ১০৯৮)।

জুমার নামাজ আদায়কারীদের জন্য সর্বশক্তিমান আল্লাহ ঘোষিত পুরস্কার রয়েছে। কিয়ামতের দিন তাদের মুখমন্ডল থেকে একটি বিশেষ জ্যোতি উদ্ভাসিত হবে।

এই দিনে সহজ কিছু করলে আল্লাহর ক্ষমা পাবেন। এ প্রসঙ্গে হযরত সালমান ফারসী রা. রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘যে ব্যক্তি জুমার দিনে গোসল করে যথাসম্ভব পবিত্র হয়, তেল ব্যবহার করে, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করে, তারপর মসজিদে আসে, দুই নামাযীর মধ্যে অগ্রসর হয় না। একটি নির্দিষ্ট সংখ্যক নামায আছে, তিনি পড়লেন, তারপর যখন ইমাম কথা বলতে শুরু করলেন, তিনি চুপ থাকলেন; তাহলে আল্লাহ তায়ালা তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দেবেন।' (সহীহ বুখারি : ৮৮৩)

আমাদেরকাগজ/এইচএম