লাইফ স্টাইল ৮ ডিসেম্বর, ২০২২ ০৯:২৪

প্রেমিককে পরিবার না মানলে যা করবেন

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আজকের কাগজ ডেস্ক: আপনাদের মধ্যে প্রেম রয়েছে ষোলোআনা৷ ঝগড়া হয় পারতপক্ষে৷ ভালোবাসার কোনও কমতি নেই৷ কিন্তু বিয়ে করতে গেলেই বিপদ৷ বাড়িতে রাজি হচ্ছে না৷ প্রেমিককে বিয়ে করার জন্য কিছুতেই বাড়ির মত পাওয়া যাচ্ছে না৷

আবার বাবা মায়ের অমতে বিয়েও করা যাচ্ছে না৷ এমন সমস্যায় হয়তো অনেকেই পড়েছেন৷ কেউ কেউ চেষ্টার পর চেষ্টা করে বাবা মায়ের মত নিয়ে নিয়েছেন৷ কিন্তু কেউ এখনও চেষ্টা চালিয়েই যাচ্ছেন।

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করান:
বেশিরভাগ বাঙালি পরিবারই মেয়েদের বয়ফ্রেন্ডকে সহজে মেনে নিতে চায় না। ভাবে ছেলে কেমন না কেমন হবে। তবে এই নেতিবাচক ধারণা দূর করার জন্য বয়ফ্রেন্ডকে পরিবারের সদস্যদের সঙ্গে আগেভাগে পরিচয় করিয়ে দিতে হবে। যার ফলে তাদের মনে যা ভুল ধারণা রয়েছে, চলে যাবে। ধীরে ধীরে পরিবারের সদস্যরা আপনার বয়ফ্রেন্ডকে মেনে নিতে শুরু করবেন।

তবে এরপরও কিছু ক্ষেত্রে সমস্যা রয়ে যায়। এবার সেই জায়গাটা ঠিক করার ক্ষেত্রে আপনাকে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। আপনি এমন কিছু করুন যাতে গোটা জিনিসটা সঠিক দিকে যায়। দিনশেষে দেখবেন আপনারাই ভালো আছেন।

সরাসরি প্রশ্নের উত্তর দিন:
অনেকেই আছেন বয়ফ্রেন্ড নিয়ে প্রশ্ন করলে, ঠিকভাবে উত্তর দিতে পারেন না। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন। এগুলো করলে পরিবারের সদস্যদের কাছে আপনার বয়ফ্রেন্ড সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হবে। তাই কেউ আপনাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে সরাসরি উত্তর দিতে হবে। এভাবে কথা বললে অনেক জটিল সমস্যাও দ্রুত সমাধান হয়ে যায়।

 

আমাদের কাগজ//টিএ