রাজনীতি ৮ ডিসেম্বর, ২০২২ ১১:৪১

বাঙলা কলেজ মাঠ নাকি কমলাপুর, রাতেই সিদ্ধান্ত: বুলু

নিজস্ব প্রতিবেদক: আজ কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে নয়াপল্টন দলীয় কার্যালয়সহ কমলাপুর স্টেডিয়াম মাঠের নতুন নাম প্রস্তাব করে বিএনপি।

তবে সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি মিরপুর বাংলা কলেজ মাঠের নতুন নাম প্রস্তাব করেছে ডিএমপি। আজ রাতে বাংলা কলেজ ও কমলাপুর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করবে বিএনপির প্রতিনিধি দল। তাই বিএনপির বিভাগীয় সভা কোথায় হবে তা রাতেই জানা যাবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বরকত উল্লাহ বুলু বলেন, আমাদের প্রতিনিধিদল ডিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেছে। দীর্ঘ বৈঠকে আমাদের প্রথম দাবি ছিল বিএনপি কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করা। তারা রাজি হয়নি। দলীয় কার্যালয়ে যেতে পারেন, কিন্তু সমাবেশ নয়। গতকালের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা পল্টন বলেছি, সোহরাওয়ার্দী উদ্যান নয়। তারা বলে পল্টন বা সোহরাওয়ার্দী উদ্যান। পরে আরামবাগের কথা বললাম। তাতেও রাজি হননি। কেন্দ্রীয় সরকারি স্কুলের প্রস্তাব দিলে তিনি রাজি হননি। তারা মিরপুরে বাংলা কলেজ মাঠের পরামর্শ দেন। আমরা কমলাপুর স্টেডিয়াম মাঠের নামও প্রস্তাব করেছি। তারা বলেন, বিষয়টি নিয়েও তারা ভাববেন। আমরা সিদ্ধান্ত নেব কোনটি পছন্দের। ১০ তারিখে সমাবেশ হবে ইনশাআল্লাহ।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি সদর দফতরে প্রবেশ করে। প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর রাত সাড়ে নয়টার দিকে তারা বেরিয়ে আসেন।

প্রতিনিধি দলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছাড়াও ছিলেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।


আমাদেরকাগজ/এইচএম