লাইফ স্টাইল ৯ ডিসেম্বর, ২০২২ ০২:৫২

ভিন্ন স্বাদের খেজুরের হালুয়া

লাইফস্টাইল ডেস্ক: খুবই সুস্বাদু খেজুরের হালুয়া। এতে রয়েছে প্রচুর ভিটামিন বি ফ্রুকটোজ এবং গ্লাইসেমিক যা রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। এতে থাকা ভিটামিন বিসিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করা যাবে এ সুস্বাদু খাবারটি। রইল রেসিপি-

উপকরণ :

খেজুর ২ কাপ

চিনি ১ টেবিল চামচ

ঘি ২ টেবিল চামচ

কিশমিশ বাদাম ২ টেবিল চামচ

গোলাপজল ১ চা চামচ
প্রণালি : প্রথমে খেজুরের বিচি ফেলে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ খেজুর ব্লেন্ড করে পেস্ট করে নিন। চুলায় একসঙ্গে সব উপকরণ দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন, যাতে পাত্রে লেগে না যায়। হালুয়া হয়ে এলে তাতে গোলাপজল দিয়ে কয়েক মিনিট নেড়ে চুলায় আগুন নিভিয়ে দেন। খেজুর মিষ্টি হওয়ায় যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা চাইলে চিনি নাও দিতে পারেন।

আমাদের কাগজ//জেডআই