লাইফ স্টাইল ৯ ডিসেম্বর, ২০২২ ০৩:১২

যেভাবে ঘরে বসে বানাবেন সুগন্ধি মোমবাতি

লাইফস্টাইল ডেস্ক: বিভিন্ন রকম কালারফুল সুগন্ধি মোমবাতি দিয়ে ঘর সাজিয়ে ঘরকে একটা ভিন্ন সুন্দর রূপ দেওয়া যায়।  এছাড়া পানিতে ভাসিয়ে জ্বালানো যায় এমন মোমবাতিগুলোও বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করতে দেখা যায়। এ ছাড়াও গিফট হিসেবে মোমবাতির ব্যবহারতো অনেক আগে থেকেই চলে আসছে। জানেন কি এই সব সুন্দর দেখতে মোমবাতি চাইলেই আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন!

যা যা লাগবে- কাচের পাত্র, মোম, সুগন্ধি, রং, পলতে (মোম জ্বালানোর জন্য সুতা)।

বানানোর পদ্ধতি-

মোমের পরিমাণ : মেঝেতে মোমবাতি বানানোর আগে খবরের কাগজ বিছিয়ে নিন। কারণ, মাটিতে মোম লাগলে তা সহজে উঠতে চায় না। কয়টা মোমবাতি বানাবেন সে অনুযায়ী মোম নেবেন। কারণ মোম গলে গেলে পরিমাণে বেড়ে যাবে।

মোম গরম করা : সুযোগ থাকলে গ্যাসে মোম গরম না করে স্টোভ বা ইন্ডাকশন ওভেন ব্যবহার করাই ভালো। আর তা সম্ভব না হলে চুলায় একটি বড় পাত্র নিয়ে মোম গলিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট নাড়াচাড়া করুন। যদি নানা রকম রঙের মোমবাতি চান তাহলে গলানোর সময় কয়েক ফোঁটা রংও মিশিয়ে নিতে পারেন।

সুগন্ধি মেশানো : মোমবাতি জ্বালালে ঘর সুগন্ধিতে ভরে উঠবে এমন মোমবাতি চাইলে মোম গলানোর সময় তাতে ধীরে ধীরে সুগন্ধী তেল মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

পলতে দেওয়া : এবার গলানো মোম পাত্রে ভরে নেওয়ার আগে, পাত্রের ঠিক মাঝখানে পলতে আটকে নিন। খেয়াল রাখবেন যেনো পাত্রের একেবারে নিচ পর্যন্ত পলতে আটকে থাকে।

মোম ভরা : এ বার ধীরে ধীরে গলানো মোম পাত্রে ঢেলে নিন। এই মোম গরম অবস্থায় ঢালতে হয়, তাই একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। মোম তরল অবস্থায় থাকাকালীন, চাইলে তার মধ্যে ছোট ছোট সাজানোর জিনিসও মেশাতে পারেন। তাতে মোমবাতিগুলোতে আলাদা সৌন্দর্য্য যুক্ত হবে।

আমাদের কাগজ//জেডআই