অর্থ ও বাণিজ্য ১০ ডিসেম্বর, ২০২২ ১১:৪৬

বিনিয়োগকারীদের পুঁজি নেই

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ দেশের পুঁজিবাজারে মন্দা। বিনিয়োগকারীদের পুঁজি নেই হাজার কোটি টাকা। 

জানা যায়, দেশের পুঁজিবাজার তিন দিন পতন আর দুদিন সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে বিজয়ের মাস ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহ পার করলো।

বিদায়ী এ সপ্তাহে লেনদেন, সূচক এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ১ হাজার ৩৪ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৬৭ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৭৪৭ কোটি ২৬ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬২ হাজার ৭১২ কোটি টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি কমেছে ১০৩৪ কোটি টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধারা দেখা গেছে।

এদিকে পুঁজিবাজারে ৪ থেকে ৮ ডিসেম্বরের সপ্তাহে মোট পাঁচ কর্মদিবসে লেনদেন হয়েছে। এর মধ্যে সপ্তাহের প্রথম ও দ্বিতীয় কর্মদিবস সূচক পতনের মধ্যে লেনদেন হয়। এরপর মঙ্গল ও বুধবার সামন্য বাড়ে সূচক। কিন্তু সপ্তাহের শেষ কর্মদিবস লেনদেন হয়েছে আবারও দরপতনের মধ্যে দিয়ে। তাতে বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৫টির, আর অপরিবর্তিত ছিল ২৭৭টির।

লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১৭ পয়েন্ট কমে ৬ হাজার ২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ১২ পয়েন্ট কমে দুই হাজার ২০৩ পয়েন্টে দাঁড়ায়।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয় ১ হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ ৯২৪ টাকা, যা আগের সপ্তাহে ছিল ২ হাজার ২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা। অর্থাৎ ৪৮৭ কোটি ১৭ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা লেনদেন কম হয়েছে। শতাংশের হিসেবে কমেছে ২৪ দশমিক ৬ শতাংশ।
 

আমাদের কাগজ/এম টি