রাজনীতি ১০ ডিসেম্বর, ২০২২ ০১:১৪

লাঠি-পতাকা যুবলীগের হাতে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মাঠে আছেন ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন যুবলীগ। তবে খালি হাতে নয়, নেতাকর্মীদের হাতে হাতে লাঠির মাথায় পতাকা বেঁধে আনতে দেখা গেছে। আজ শনিবার (১০ ডিসেম্বর)  দুপুরে লাঠি ও পতাকা হাতে শক্ত অবস্থান দেখা মিলে যুবলীগের নেতাকর্মীদের। 

এসময় নেতাকর্মীদের বলতে শোনা যায়, বিএনপির সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত এই লাঠি সবাই হাতে রাখবেন। পরে যাওয়ার সময় পতাকা বাঁধা লাঠি পার্টি অফিসে রেখে যাবেন। এতে নাম্বারিং করা আছে। কেউ পতাকা বাঁধা লাঠি নিয়ে যাবেন না।

 

এর আগে সকাল ১০টার পর একে একে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তৃণমূলের নেতাকর্মীদের সাহস ও শক্তি যোগাতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারাও। আওয়ামী নেতাকর্মীদের স্লোগানে মুখরিত পুরো বঙ্গবন্ধু এভিনিউ। এসময় কার্যালয়ে দেখা গেছে কেন্দ্রীয় নেতাদেরও।

যুবলীগের সহ সম্পাদক আবদুর রহমান জীবন বলেন, বিএনপি-জামায়াত যে নৈরাজ্য পরিস্থিতি তৈরি করার অপচেষ্টায় লিপ্ত সেটা যাতে না করতে পারে, বাংলাদেশের জনগণের জানমাল এবং সম্পদ রক্ষার্থে যুবলীগ চেয়ারম্যান শেখ পরশের নেতৃত্বে যুবলীগ সতর্ক অবস্থায় মাঠে আছে। যেহেতু এটা বিজয়ের মাস সেই হিসাবে আমরা জাতীয় পতাকা এবং আমাদের দলীয় পতাকা বহন করছি। এটা লাঠি হিসেবে দেখা কোনো অবস্থাতেই ঠিক হবে না।

প্রসঙ্গত বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে সারা দেশের নেতাকর্মীরা রাজধানীর গোলাপবাগ মাঠে আসছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতেই নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। তবু সমাবেশ উপলক্ষে দলটির নেতাকর্মীরা সকাল থেকে দলে দলে গোলাপবাগ মাঠে আসতে থাকেন। কিন্তু মাঠে জায়গা না পাওয়ায় তারা সমাবেশস্থলের আশপাশের এলাকা ও রাস্তায় অবস্থান নিয়েছেন।

রাস্তায় অবস্থান নিয়ে এসময় বিএনপি নেতাকর্মীরা ‘টেক ব্যাক বাংলাদেশ’, ‘অ্যাকশন অ্যাকশন, তারেক জিয়ার অ্যাকশন’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আমাদের কাগজ/এম টি