খেলাধুলা ১০ ডিসেম্বর, ২০২২ ০৯:২৩

ব্রাজিলের হয়ে আর খেলবো কি না জানি না: নেইমার

স্পোর্টস ডেস্ক : শুক্রবার কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। সতীর্থদের মাঝে বসে বাচ্চাদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন তারকা এই ফরোয়ার্ড। স্বপ্ন ছিলো সোনালী শিরোপা ছুঁয়ে দেখার, দেশের হেক্সা মিশন পূরণ করার। কিন্তু কয়েক ধাপ বাকি থাকতেই পথচলা শেষ। রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। হৃদয়ভাঙা এই হারের পর দলের সেরা তারকা নেইমার জানালেন, ব্রাজিলের হয়ে আর খেলবেন কিনা; এ ব্যাপারে নিশ্চিত নন তিনি। ব্যাপারটি নিয়ে ভাবার জন্য সময় নিতে চান পিএসজি তারকা। 

হেক্সা মিশন নিয়ে কাতার এসেছিলেন তিনি। তার দলটাও ছিল দুরন্ত ছন্দে। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি ছিল খুবই কঠিন। এই ম্যাচেও ব্যক্তিগত নৈপুণ্যে গোল করেছিলেন নেইমার। কিন্তু ভাগ্য সহায় হয়নি। শেষ পর্যন্ত গোল হজম করলেন। যথারীতি ম্যাচ গেলো টাইব্রেকারে এবং সেখান থেকে বিদায় ঘটলো ব্রাজিলের।

কোয়ার্টার ফাইনাল থেকে এভাবে বিদায় হওয়ায় কান্নায় ভেঙে পড়েন নেইমার। তাকে সান্ত্বনা দিচ্ছেন ক্যাসেমিরো, রাফিনহা, দানি আলভেজরা। সান্ত্বনা দিয়ে গেলেন প্রতিপক্ষ দলের অধিনায়ক লুকা মদ্রিচও। কিন্তু নেইমারের কান্না যেন থামছেই না। টাইব্রেকারে হেরে হৃদয়ভাঙার পরই নেমারের গলায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত। জানিয়ে দিলেন, ব্রাজিলের জার্সি গায়ে আর খেলবেন কি না জানেন না।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে টাইব্রেকারে ২-৪ গোলে হেরে যাওয়ার পরই নেইমারকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। কান্না থামছিল না তার। সতীর্থ থিয়াগো সিলভা এসে তাকে থামানোর চেষ্টা করেন। নেইমার বিশ্বাসই করতে পারছিলেন না যে, ব্রাজিল হেরে গেছে। সমর্থকদের মতো বিস্ময় ছিল তার চোখেও। বিশ্বাস হচ্ছিল না মাত্র ১৫ মিনিটে ব্রাজিলের সব লড়াই শেষ হয়ে গেলো।

ব্রাজিলের হয়ে ৭৭তম গোল করে পেলেকে ছুঁয়েছিলেন তিনি; কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। রদ্রিগো এবং পেদ্রোর সঙ্গে পাস খেলে গোলের রাস্তা খুলেছিলেন নেইমার। তার ঝুলিতে কনফেডারেশন্স কাপ, অলিম্পিক স্বর্ণ, কোপা আমেরিকা- সবই আছে। কিন্তু বিশ্বকাপ কিছুতেই জেতা হচ্ছে না। তিনবার বিশ্বকাপ খেলে ফেললেও এখনও ট্রফি অধরা। বয়সটাও মেসি-রোনালদোদের মত এত বেশি নয়। ৩০ এর ঘরে। তবুও, এই কোয়ার্টার ফাইনালে হারের পর ব্রাজিলের জার্সি পরবেন কি না, তা স্পষ্ট নয়।

টাইব্রেকারে হৃদয় ভাঙার পর আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হৃদয় ভারাক্রান্ত কণ্ঠে নেইমার বললেন, ‘সত্যি বলতে, আমি জানি না। আমি মনে করি, এই সময় কথা বলা উচিৎ নয়। কারণ, সময়ের উত্তাপ। সম্ভবত আমি সঠিকভাবে কোনো চিন্তাই এখন করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘এটা হয়তো বলতে পারি, এটাই আমার শেষ। তবে কোনো বিষয়েই আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। দেখুন, আসলে ঘটনাপ্রবাহ কোনদিকে যায়।’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেবেন কি না, সে বিষয়ে চিন্তা করতে কিছু সময় নিতে চান। নেইমার বলেন, ‘আমি এ বিষয়ে চিন্তা করতে কিছু সময় নিতে চাই। আমি চিন্তা করতে চাই, আসলে আমি নিজের সম্পর্কে কী চাই। আমি ব্রাজিলের হয়ে খেলবো কী খেলবো না- সে বিষয়ে এখনই দরজা বন্ধ করে দিতে চাই না। আবার শতভাগ নিশ্চয়তা দিয়েও বলতে পারছি না যে আমি ফিরে আসবো।’

এর আগে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে ব্রাজিলের হয়ে পেলের উচ্চতায় পৌঁছে যান নেইমার। দু’জনই এখন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৭টি করে গোলের মালিক।

আমাদেরকাগজ/ এইচকে