লাইফ স্টাইল ১১ ডিসেম্বর, ২০২২ ০৭:২৩

চুলের যত্নে পেঁয়াজের তেলের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: পেঁয়াজের তেলের রয়েছে নানা রকম উপকারিতা। বিশেষ করে চুলের যত্নে কিংবা সমস্যায় প্রচুর উপকারি পেঁয়াজের তেল।

চলুন জেনে নেই পেঁয়াজের তেলের ৬ উপকারিতা সম্পর্কে।
 

১। নতুন চুল গজানোর ঘরোয়া টোটকার মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজের তেল। নতুন চুল গজানোর পাশাপাশি চুল পড়া বন্ধ করতে পারে এই তেল।

২। চুলের অকাল পক্কতা রোধ করতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের তেল। এই তেলে আছে এনজাইম যা চুলের ক্ষতি রোধ করে। 

৩। চুলে প্রোটিন উৎপাদন বৃদ্ধি করে চুলের ভেঙে যাওয়া আটকায় উপকারী পেঁয়াজের তেল।

৪। পেঁয়াজের তেল চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। খুশকি দূর হবে।

৫। মাথার ত্বকের পিএইচ মাত্রা ঠিক রাখে পেঁয়াজের তেল। 

৬। প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে ও মাথার ত্বককে প্রাকৃতিকভাবে ডিহাইড্রেট করে এই তেল। ফলে চুল হয় মসৃণ করতে ও ঝলমলে। 

আমাদের কাগজ//জেডআই