আমাদের কাগজ ডেস্ক: এখনকার বেশিরভাগ ফ্যাশন সচেতন তরুণকেই দাড়ি রাখতে দেখা যায়। দাড়ি রাখলেও দাড়ির সঠিক যত্নের বিষয় হয়তো জানেন না অনেকেই। দাড়ির যত্ন ঠিকঠাক না নিলে দাড়ির গোড়ায় ময়লা জমে নানা ধরনের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিয়মিত আপনার দাড়ির যত্ন নিন।
শীতের সময় চুলে যেমন আর্দ্রতা দেখা দেয়, তেমনি রুক্ষতা ভর করে দাড়িতেও। তাই শীতে ত্বক, চুলের পাশাপাশি দাড়ির আলাদা যত্ন নেওয়া প্রয়োজন।
দাড়ির যত্ন নিতে যা করবেন-
১. কুসুম গরম পানিতে মুখ ধোয়ার অভ্যাস থাকলে আজই বাদ দিন সে অভ্যাস। কারণ গরম পানিতে দাড়ির ক্ষতি হয়, দাড়ি রুক্ষ হয়ে যায়। এতে করে ত্বকে র্যাশ হতেও দেখা যায়। তাই মুখ পরিষ্কার করার জন্য অবশ্যই ঠাণ্ডা পানি ব্যবহার করুন।
২. দাড়িতে নিয়মিত শ্যাম্পু করতে হবে। শুনতে অবাক লাগলেও দাড়ি পরিষ্কার রাখার জন্য শ্যাম্পু করাটা খুব জরুরী। আপনার ত্বকের জন্য ভালো এমন শ্যাম্পুই নির্বাচন করতে হবে।
৩. দাড়ির ঘনত্ব ঠিক রাখে বাজারে এরকম নানা ধরনের তেল পাওয়া যায়। দাড়িতে তেল দিলে দাড়ি শুষ্ক হয় না। যদি আপনার ঘাম বেশি হয়, তা হলে সপ্তাহে এক বা দুদিন তেল ব্যবহার করবেন। আর ঘাম কম হলে রোজই ব্যবহার করতে পারেন। কিন্তু দাড়ি চটচটে হয়ে যাচ্ছে, তা হলে তেলের ব্যবহার কমিয়ে দিতে হবে কিন্তু বন্ধ করবেন না।
৪. দাড়িতে তেল লাগিয়ে ভালো করে আঁচড়ে নিবেন, এতে দাড়ির সর্বত্র তেল ছড়িয়ে পড়বে। নিয়মিত দাড়ি আঁচড়ে পরিপাটি রাখবেন। সুন্দর মুখভর্তি দাড়ি পেতে প্রতিদিনের রুটিনে অবশ্যই দাড়ি আঁচড়ানো রাখবেন।
৫. বাজারে বিশেষ ক্রিম পাওয়া যায় দাড়ির জন্য, শীতে সেগুলো ব্যবহার করুন। দাড়ি নরম ও উজ্জ্বল রাখতে গোসলের পর দাড়িতে বেয়ার্ড ক্রিম লাগিয়ে নিতে পারেন।
৬. দাড়ি গালের সব জায়গায় সমানভাবে বাড়ে না। দাড়ি এমন ছোট বড় হলে সেগুলি ছেঁটে ফেলুন। এ ক্ষেত্রে কাঁচি বা ট্রিমার ব্যবহার করতে পারেন।
আমাদেরকাগজ/এইচএম