শিক্ষা ১৩ ডিসেম্বর, ২০২২ ১০:৩৩

বালক বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালিকার নাম

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তির লটারিতে চান্স পেয়েছে সাবিহা ইসলাম নামে এক বালিকা। এছাড়া এক শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে।

জানা গেছে, সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ডিজিটাল লটারি কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে ওইদিন বিকেলেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় অনলাইনে ও স্কুলের নোটিশ বোর্ডে। ফলাফলে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তির তালিকায় এক বালিকার নাম এসেছে। এছাড়াও এক শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ফরম পূরণের সময় ভুল করায় এমন হতে পারে। কোনো কারণে একজনের নাম একাধিকবার আসতে পারে। তবে একজন একবারই ভর্তি হওয়ার সুযোগ পাবে।

ওই বালিকার মা বলেন, আমার মেয়ে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তি লটারিতে চান্স পেয়েছে দেখেছি। ফরম পূরণের সময় আমার ভুলের কারণেই এমন হয়েছে।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তির তালিকায় এক বালিকার নাম এসেছে। এছাড়া এক শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে বলেও জেনেছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কেন এমন হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।

আমাদেরকাগজ/এইচএম