নিজস্ব প্রতিবেদক : কনকনে শীতের মধ্যে যুব মহিলা লীগের সম্মেলনে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান। সম্মেলন সফল করতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হয়েছেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা।বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর সকাল থেকে সংগঠনটির বিভিন্ন শাখার ব্যানারে মিছিল নিয়ে আসতে দেখা যায় নেতাকর্মীদের। ঢাকা ও ঢাকার বাইরের নেতাকর্মীদের অংশগ্রহণে মুখরিত সম্মেলনস্থল।
ঢাকা মহানগর উত্তর শাখার একটি মিছিল নিয়ে এসেছেন সভাপতি ও সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন। তিনি বলেন, দীর্ঘ ছয় বছর পর সম্মেলন হচ্ছে। মেয়েদের মধ্যে একটা খুশির আমেজ কাজ করছে। তারা স্বতঃস্ফূর্তভাবে এই শীতের সকালেও চলে এসেছেন। বড় মিছিল নিয়ে আমরা ঢাকা উত্তর শাখা সম্মেলনে অংশ নিয়েছি।
যুব মহিলা লীগের সহ-সম্পাদক ফারজানা আক্তার সুপর্ণা এসেছেন বসুন্ধরা থেকে। তিনি বলেন, সকাল থেকে সম্মেলনস্থল নেতাকর্মীদের পদচারণয় মুখরিত। এরই মধ্যে আসন পূর্ণ হয়ে গেছে।
২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ। সেসময় নাজমা আক্তারকে আহ্বায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি করা হয়। সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালে। এতে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়।
তিন বছর পর পর সম্মেলনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকলেও ১৩ বছর পর হয় দ্বিতীয় সম্মেলন। ২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলনে ফের নাজমা আক্তার ও অপু উকিল নেতৃত্বে আসেন।
আমাদেরকাগজ/ এইচকে