বিনোদন ১৬ ডিসেম্বর, ২০২২ ০৫:৩২

মানুষ হিসেবেও তিনি অসাধারণ: বুবলী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কাতার ফুটবল বিশ্বকাপ নিয়ে উম্মেদনা,তর্ক -বিতর্কের যেন শেষ নেই। বাংলাদেশের রাজনীতির  শীর্ষ নেতা থেকে শুরু করে চলচিত্রের প্রাঙ্গণে বেশ কিছুদিন ধরে চলে আসছে প্রিয়দল ও ফুটবল নিয়ে নান চর্চা। এই মুহূর্তে ফুটবল ফাইনাল নিয়ে জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যেই বাংলাদেশি তারকাদের মধ্যেও রয়েছে বেশ উত্তেজনা।

তবে ফুটবলে ব্রাজিলের সমর্থক চিত্রনায়িকা শবনম বুবলী। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এ কারণে বেশ কষ্টও পেয়েছেন এ নায়িকা। তাহলে এখন কাকে বা কোন দলকে সমর্থন করছেন বুবলী? জানতে চাইলে বুবলী জানান, যোগ্যরা তার প্রাপ্ত সম্মান পাবে এটাই তো নিয়ম। মেসি বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়। বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত তার। তার মত যোগ্য লোকের হাতেই এবারের ট্রফি উঠুক এই প্রত্যাশাই করবো।

খোঁজ নিয়ে যায়, শুধু বুবলী নয় ,এবারের বিশ্বকাপে কোটি কোটি ভক্তরাই চান বিশ্বকাপটা এবার মেসির হাতেই উঠুক। ৩৬ বছর পর আর্জেন্টিনা জিতুক এবারের বিশ্বকাপ। তাহলেই এ নিয়ে তাদের তৃতীয় বিশ্বকাপ আসবে দখলে।

বরাত দিয়ে  বুবলী জানান, শুধু খেলোয়াড় হিসেবে নয়; গণমাধ্যমের বরাতে যতটা জেনেছি তাতে মনে হয়েছে মানুষ হিসেবেও তিনি অসাধারণ। বিশ্ব তারকা হয়েও দারুণ বিনয়ী তিনি। তার খেলার মাঠে তার বিনয়ের প্রমাণ মেলে। মেসির এই দিকটা আমাকেও মুগ্ধ করে। তাই খুব করেই চাই এই মেসির হাতেই বিশ্বকাপ ট্রফি উঠুক। 

তিনি বলেন, ক্রোয়েশিয়ার সঙ্গে কী অসাধারণ খেলল আর্জেন্টিনা। কী অসাধারণ খেললেন মেসি। কী দারুণভাবে আলভারেজকে গোল বানিয়ে দিয়ে গোল করালেন। আমার বিশ্বাস এই আর্জেন্টিনা ট্রফি নেবেই।

আমাদের কাগজ/এম টি