খেলাধুলা ১৭ ডিসেম্বর, ২০২২ ১২:১৮

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফ্রান্সে ১৪ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: দেখতে দেখতে কাতার বিশ্বকাপ ২০২২ শেষ পর্যায়ে। আর মাত্র দুদিন পর ১৮ ডিসেম্বর কাতারের লুসিল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন মৌসুমের শেষ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। আর সেই ম্যাচকে ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় দেশটির সরকার ১৪ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। খবর এএফপি।

রোববার (১৬ ডিসেম্বর) সকাল থেকে এসব পুলিশ সদস্যের দায়িত্ব পালন শুরু হবে।

শুক্রবার রাজধানী প্যারিসে মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ড্রুমনিন।

প্যারিসের চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউ ফ্রান্সের ফুটবল ভক্তদের বিজয় বা সাফল্য উদযাপনের জন্য একটি জনপ্রিয় স্থান। ১৯৯৮ সালে ফ্রান্স প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। তখন থেকে ফরাসি ফুটবল অনুরাগীদের কাছে তাদের জাতীয় ফুটবল দলের যেকোনো জয় উদযাপন করতে চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউতে জড়ো হওয়া প্রায় একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। ২০১৮ সালে ফ্রান্স যখন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল, ফাইনাল ম্যাচের দিনে ৬ লাখেরও বেশি ফুটবল ভক্ত চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউতে জড়ো হয়েছিল।

আমাদেরকাগজ/ইমরান