রাজনীতি ১৯ ডিসেম্বর, ২০২২ ০১:০০

ঢাকায় ১৪ দলের সমাবেশ আজ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে আজ ১৯ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন প্রাঙ্গনে ঐতিহাসিক সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। 

এর আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ১৪ দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা যায়, ঢাকা মহানগর ১৪ দলের প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় নেতারা বলেন, 'বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছাশক্তির কারণেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।'গণতন্ত্র ও উন্নয়নের ধারা চলমান রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনিষ্ঠভাবে সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ১৪ দলের নেতারা।

সমাবেশে ৫ মিনিটের মধ্যে কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের বক্তব্য শেষ করতে অগ্রিম অনুরোধ জানান আওয়ামী লীগের এই নেতা।

আমাদের কাগজ/এম টি