খেলাধুলা ২০ ডিসেম্বর, ২০২২ ০৭:১৮

ছাদ খোলা বাসে দুর্ঘটনার শিকার মেসিরা,বাঁচলেন একটুর জন্য

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ তিন যুগ পর ভাগ্য দরজায় এসে যেন কড়া নাড়ল। হাসিল হল স্বপ্নের ট্রফি। তার জন্য তো একটু বেশিই উৎসব  মুখর ও উল্লাসে ফাটবেন আর্জেন্টিনা এটা স্বাভাবিক।  

 অবসান ঘটিয়ে কাতার থেকে স্বপ্নের ট্রফি নিয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিজ দেশে পা রাখে লিওনেল মেসিরা। তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলার উৎসবে মুখর আর্জেন্টিনা। রাজধানী বুয়েনোস আইরেসে জনস্রোত। মেসিদের বরণ করতে আগে থেকেই সেখানে উপস্থিত ছাদখোলা বাস। বিমানবন্দর থেকে নেমে টারমাকে অপেক্ষমাণ সে ছাদখোলা বাসে ছড়েই শহর প্রদক্ষিণ করেছেন বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যরা।

তখন বুয়েনোস আইরেসে রাস্তায় গভীর রাতে জড়ো হওয়া হাজার হাজার ভক্ত–সমর্থকের অভিনন্দনের জবাব দিচ্ছিলেন মেসিরা। দেখা যায়, বাসের এক কোণে কিছুটা উঁচু জায়গায় মেসির সঙ্গে বসেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও লিয়ান্দ্রো পারেদেসরা। তখনই ঘটে বিপত্তি। 

হঠাৎ করে রাস্তার ঝুলন্ত তার এসে পড়ে তাদের সামনে। দ্রুতই মাথা নিচু করে দুর্ঘটনার হাত থেকে বাঁচে যান তারা। তবে এক পাশে থাকা লিয়ান্দ্রো পারেদেস পুরোপুরি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। মাথায় তারের হালকা আঘাত ও টুপি স্পর্শ হয় তার। একপর্যায় পড়েই যায় 
যায় তার মাথায় থাকা টুপিটি।

এর আগে কাতারে গত ১৮ ডিসেম্বর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। 

নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে দুদলের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হলে, পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় শিরোপার ভাগ্য। যেখানে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরের দিকে বুয়েনস আইরেসের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিশ্ব চ্যাম্পিয়নদের এক দফা অভ্যর্থনা দেওয়া হয়। বিজয়ী বীরদের সংবর্ধনা দিতে আর্জেন্টিনা সরকার একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে।

আমাদের কাগজ/ এমটি