সড়ক দুর্ঘটনা ২৩ ডিসেম্বর, ২০২২ ০৫:৫১

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ২১

নিজস্ব প্রতিবেদক : বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কালাম বেপারী (৫৫) নামে একজন নিহত হয়েছেনে এবং আহত হয়েছেন ২১ যাত্রী। শুক্রবার, ২৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কা‌শিপুর চৌমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কালাম বেপারী বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি এলাকার মৃত রহম আলী বেপারীর ছেলে। তিনি বরিশালের অভ্যন্তরীণ রুটের এসআর পরিবহনের চালক। দুর্ঘটনায় আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে স্বরূপকাঠীগামী এসআর পরিবহনের বাস কা‌শিপুর চৌমাথা এলাকায় যাত্রী তুলছিল। এ সময় বিপরীত দিক থেকে বরিশালগামী ইসলাম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের সামনে ধাক্কা দেয়। এতে দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই এসআর পরিবহনের চালক কালাম বেপারীর মৃত্যু হয়। এছাড়া উভয় বাসের ২১ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কালাম বেপারীর মরদেহ হাসাতালের লাশ ঘরে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

লোকমান হোসেন আরও জানান, বাস দুটি জব্দ করা হয়েছে। ইসলাম পরিবহের বাসের চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।