খেলাধুলা ২৪ ডিসেম্বর, ২০২২ ১০:৩৭

দেড় কোটি রুপিতে সাকিবকে কিনল যারা ! 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারে দল পেয়েছেন সাকিব আল হাসান। খেলবেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে। আইপিএলের শেষ বেলায় কিছুটা চমকে দিল কলকাতা নাইট রাইডার্স।

এই নিয়ে চতুর্থ বার কেকেআরে ফিরলেন সাকিব। দলে আসেন, আবার নিলামে তুলে দেওয়া হয়। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে খেলার অভিজ্ঞতা এবং মিডল অর্ডারে বিকল্প তৈরি রাখার জন্য সাকিবকে নিয়েছে কেকেআর। খবর আনন্দবাজার পত্রিকার।

সাকিবকে দলে নেওয়ার পরেই আইপিএল ট্রফি হাতে তার একটি ছবি পোস্ট করেছে কেকেআর। সেটি ২০১৪ সালে তোলা। সেবারই শেষ ট্রফি এসেছিল কেকেআরের ক্যাবিনেটে।

বাংলাদেশের অধিনায়ক সাকিব দলকে সুনিপুণ ভাবে চালনা করছেন। বাংলাদেশ এখন যে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে, সেখানেও ক্যাপটেন সাকিবই।

কারেনের পর সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন ক্যামেরন গ্রিন। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার এ অলরাউন্ডারকে কিনেছে মুম্বাই ইনডিয়ানস। আর ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে ১৬ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।

ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার নিকোলাস পুরানকে ১৬ কোটি রুপিতে দলে টেনেছে লখনৌ সুপার জায়ান্টস। ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুকসকে ১৩ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। বাংলাদেশের দুই তারকাই খেলবেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে।


আমাদের কাগজ/এম টি