শিক্ষা ২৪ ডিসেম্বর, ২০২২ ০৬:৪৯

পুনঃনিরীক্ষণে রাজশাহী বোর্ডে ফেল থেকে জিপিএ-৫ পেলেন ৬ পরীক্ষার্থী 

রাজশাহী প্রতিনিধি: এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ছয়জন পরীক্ষার্থী। এছাড়া অকৃতকার্য থেকে পাস করেছে ৬৪ জন শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ ফলাফল নিশ্চিত করেন।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৩২ হাজার ২৫১টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। এতে বিভিন্ন বিদ্যালয়ের ২০ হাজার ১৮১ জন শিক্ষার্থী আবেদন করেন। কেউ কেউ একাধিক অ্যাকাউন্ট রি-অডিটের জন্য আবেদন করেছেন। ফল প্রকাশের পর ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত পুনঃপরীক্ষার জন্য আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, বাংলা প্রথম পত্রে ২ হাজার ২০৪ জন, বাংলা দ্বিতীয় পত্রে ২ হাজার ২০৪ জন, ইংরেজি প্রথম পত্রে ২ হাজার ৬৭৬ জন, ইংরেজি দ্বিতীয় পত্রে ২ হাজার ৬৭৬ জন, গণিতে ৪ হাজার ৩৫৪ জন। ভূগোল ও পরিবেশে ৫ হাজার ৪৯৫ জন, উচ্চতর গণিতে ১ হাজার ৪৩ জন, কৃষি শিক্ষায় ৪৫৮ জন, ভৌত বিজ্ঞানে ১ হাজার ৫৬৩ জন, রসায়নে ২ হাজার ১২২ জন, জীববিজ্ঞানে ৯২৬ জন, নগরনীতিতে ১১৭ জন। এবং নাগরিকত্ব, অর্থনীতিতে ২৯৪ জন, ব্যবসা প্রতিষ্ঠানে ৭৫ জন, হিসাব বিজ্ঞানে ৫৪ জন, গার্হস্থ্য বিজ্ঞানে ১৮ জন। জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ২৫৮ জন, বাংলাদেশের ইতিহাস ও সভ্যতায় ৫ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আমাদেরকাগজ/এইচএম