খেলাধুলা ২৬ ডিসেম্বর, ২০২২ ১২:০৯

কিরগিজস্তানের বিপক্ষে শিরোপার জন্য লড়বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার, ২৬ ডিসেম্বর দুপুরে ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ কিরগিজস্তান।

সেমিফাইনালে নেপালকে ৩-০ সেটে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে  বাংলাদেশ। রবিবার (২৫ ডিসেম্বর) বিকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিনশিপে নেপালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম সেটে (২৫-১৫), দ্বিতীয় সেটে (২৫-২২) এবং তৃতীয় সেটে (২৫-১৩) পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ ভলিবল দলের ইরানি কোচ আলিপোর অরোজি বলেছেন, ‘আমাদের লক্ষ্যই ছিল চ্যাম্পিয়ন হবো। সেভাবে আমরা ফাইনালে উঠেছি। ছেলেরা তাদের সেরা খেলাটা উপহার দিচ্ছে। আমাদের সামনে এখন শুধু কিরগিজস্তান বাধা।'

এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলংকাকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিরগিজস্তান। তারা প্রথম সেটে (২৯-২৭), দ্বিতীয় সেটে (২৫-২১) এবং তৃতীয় সেটে (২৫-২০) পয়েন্টে টানা জয় তুলে নেয়।

আমাদেরকাগজ/ এইচকে