খেলাধুলা ২৯ ডিসেম্বর, ২০২২ ১২:৫৫

ভক্তদের হাতে মেসি আটক!

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি বিশ্বকাপ শেষে দেশে ফিরে বাড়ির বাইরে বেরুতে পারছেন না । সমর্থকরা ঘিরে ধরছেন তাকে। ভাতিজির জন্মদিনের অনুষ্ঠানে যেতে গিয়ে ঘেরাও হয়ে গেলেন মেসি। বর্তমানে রোজারিওতে নিজের বাড়িতেই রয়েছেন মেসি। আসলে বাড়িতেই থাকতে হচ্ছে তাকে। কেননা বিশ্বকাপ জয়ের পর এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও এখনও প্রতি দিনই ফুটবলপ্রেমীরা ভিড় করছেন তার বাড়ির সামনে।

ভক্তরা তাকে একবার দেখতে চাইছেন। তাকে সামনা সামনি অভিনন্দন জানাতে চাইছেন। সঙ্গে রয়েছে অটোগ্রাফ বা ছবি তোলার আবদারও। এদিকে গত মঙ্গলবার ছিল মেসির ভাতিজির জন্মদিনের অনুষ্ঠান। ফুটবলের ব্যস্ততার জন্য বেশির ভাগ পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন না মেসি। তবে যেহেতু এখন অবসর কাটাচ্ছেন। তাই ভাতিজির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হারাতে চাননি।

এই পর্যন্ত সব ঠিকই ছিল। বিপত্তি হল রাস্তায় বেরোতেই। মেসিকে দেখেই প্রচুর মানুষ তার গাড়ি ঘিরে ধরেন। মেসির বাড়ির সামনের রাস্তা এক রকম অবরুদ্ধ হয়ে যায়। সকলেই মেসি, মেসি বলে চিৎকার করতে থাকেন। ভক্তদের এই ভালবাসায় সমস্যা পড়েন আর্জেন্টিনার অধিনায়ক। গাড়ি নিয়ে বেশ কিছু ক্ষণ এগোতেই পারেননি তিনি।

মেসি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থামিয়ে দিতে হলেও মেসি অবশ্য বিরক্ত হননি। ভক্তদের উদ্দেশ্যে হাসি মুখেই হাত নাড়েন। ভক্তদের ভিড়ে তার আটকে পড়ার ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ জন্য তার অনুষ্ঠানে পৌঁছতে কিছুটা দেরি হয়।

বড় দিন এবং নতুন বছর পরিবারের সঙ্গে দেশে কাটানোর জন্য ক্লাব থেকে বাড়তি ছুটি নিয়েছেন মেসি। তাঁকে ১ জানুয়ারি পর্যন্ত ছুটি দিয়েছে প্যারিস সঁ জরমঁ কর্তৃপক্ষ। সম্ভবত ৩ জানুয়ারি তিনি দলের অনুশীলনে যোগ দেবেন। ক্লাবের হয়ে মাঠে নামতে আরও সপ্তাহ দুয়েক লাগতে পারে তাঁর। বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ তথা তাঁর ক্লাবের সতীর্থ কিলিয়ন এমবাপে অবশ্য দলের সঙ্গে নিয়মিত অনুশীলন শুরু করেছেন বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর থেকেই।

আমাদেরকাগজ/ এইচকে