সারাদেশ ১ জানুয়ারি, ২০২৩ ০৮:২৩

কুয়াশায় ফেরি বন্ধ থাকায় অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় অ্যাম্বুলেন্সেই নজরুল ইসলাম মণ্ডল নামে এক রোগীর মৃত্যু হয়েছে। নজরুল ইসলাম মেহেরপুর জেলার নবী মণ্ডলের ছেলে। রবিবার, ১ জানুয়ারি সকাল ৬টার দিকে পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাটে তার মৃত্যু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক সালাম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রাতে ঢাকার বক্ষব্যাধি হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে রোগী নজরুল ইসলামকে নিয়ে গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনীর উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাটে এসে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। সকাল ৬টার দিকে কনকনে শীতের মধ্যে মারা যান নজরুল।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক সালাম মিয়া বলেন, “ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। অ্যাম্বুলেন্সের ভেতর ওই রোগী মারা যাওয়ার পর সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল শুরু হলে স্বজনেরা মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যান।”

আমাদেরকাগজ/ এইচকে