লাইফ স্টাইল ২ জানুয়ারি, ২০২৩ ০৬:১৩

বাসায় নিজেই যেভাবে ব্যবহার করবেন নেবুলাইজার

আমাদের কাগজ ডেস্ক : শ্বাসকষ্টে ভোগেন যারা তাদের জন্য শীত এলে কঠিন সময় পার করতে হয়। এসময় হাঁপানি, ব্রংকাইটিসসহ নানা রোগের তীব্রতা বাড়ে। এসব সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য অনেকেই ইনহেলার ও নেবুলাইজার নেন। শিশু কিংবা বয়স্কদের জন্য ইনহেলার ব্যবহার করা অসুবিধার। সে হিসেবে নেবুলাইজার বেশ সহজ। বাড়িতেও চাইলে নেবুলাইজার রাখতে পারেন।

ব্যবহার করবেন কিভাবে?

  • নেবুলাইজার ও দরকারি ওষুধ প্রথমে গুছিয়ে নিতে হবে।
  • নেবুলাইজার ব্যবহারের আগে ভালোমতো হাত ধুয়ে নিন। হাত শুকোনোর পর নেবুলাইজারের ওষুধ নিন।
  • যন্ত্রটি জোড়া লাগিয়ে টিউবগুলো সংযুক্ত করে নিন। যন্ত্রটি সামান্য সময়ের জন্য চালু করে দেখুন ঠিকঠাক কাজ করছে কি না। যদি যন্ত্র ঠিক থাকে তাহলে মৃদু ধোঁয়া দেখা যাবে।
  • আরামদায়ক একটি চেয়ারে বসে মাস্ক মুখে লাগান।
  • ধীরে কিন্তু গভীর শ্বাস নিতে হবে। এক্ষেত্রে নিশ্বাস ছাড়ার আগে দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করতে পারলে ভালো হয়।
  • যদি কখনো মনে হয়, নেবুলাইজারের কাপের এক প্রান্তে ওষুধ লেগে আছে তাহলে কাপ ঝাঁকিয়ে নিন।
  • চিকিৎসকের পরামর্শ মেনে কখন এবং কোন অবস্থান নির্দিষ্ট ওষুধ নেবুলাইজারে প্রয়োগ করবেন। চিকিৎসকই আপনায় সঠিক দিকনির্দেশনা দেবেন।
  • নেবুলাইজার ব্যবহারের সময় অস্বস্তি হলে যন্ত্র বন্ধ করে ৫-৬ মিনিট বিশ্রাম করুন। বিশ্রাম শেষে আবার নেবুলাইজার ব্যবহার করুন। অস্বস্তি বেশি হলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
  • যন্ত্র নিয়মিত পরিষ্কার করবেন। নাহলে সংক্রামণ হতে পারে।
  • বাড়িতে অতিরিক্ত নেবুলাইজার কাপ ও মাস্ক রাখতে পারলে ভালো। একই মাস্ক একাধিক ব্যক্তি ব্যবহার করা ঠিক নয়। 

আমাদেরকাগজ/ এইচকে