লাইফ স্টাইল ২ জানুয়ারি, ২০২৩ ০৯:০২

যে ভাবে মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার রাখবেন

আমাদেরকাগজ ডেস্ক : মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করতে গিয়ে অথবা রান্না করতে গিয়ে তেল ছিটে পড়তে পারে ভেতরের অংশে। দরজা বন্ধ থাকে বলে ভেতরে ময়লা হলে সেভাবে বোঝাও যায় না। তবে ঠিকঠাক পরিষ্কার না করলে কিন্তু জীবাণু বাসা বাধতে পারে ভেতরে। জেনে নিন সহজ উপায়ে ৩ ধাপে কীভাবে পরিষ্কার করবেন মাইক্রোওয়েভ ওভেনের ভেতরের অংশ। 
 

১। সাবান-পানি
প্রথমে মাইক্রোওয়েভ থেকে কাচের ট্রে বের করে নিন। তারপর তা সাবান পানিতে ডুবিয়ে রাখুন। জমে থাকা তেল-ময়লা আলগা হয়ে গেলে ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। 


২। ভিনেগার 
একটি ওভেন প্রুফ বাটিতে ভিনেগার আর পানি মিশিয়ে নিন। সর্বোচ্চ তাপমাত্রায় মিনিট পাঁচেকের জন্য মাইক্রোওয়েভ চালিয়ে দিন। এর থেকে যে ভাপ বেরোবে, তা ভেতরে লেগে সব ময়লা নরম করে দেবে।


৩। বেকিং সোডা, লেবু ও লবণ
একটি পাত্রে পানির সঙ্গে লেবুর রস এবং বেকিং সোডা মিশিয়ে নিন। তাতে কাপড় ডুবিয়ে সেই কাপড় দিয়ে মাইক্রোওয়েভের ভেতর ও বাইরের অংশ ভালোভাবে মুছে নিন। একেবারে ঝকঝকে হয়ে যাবে ওভেন।

আমাদেরকাগজ/ এইচকে