খেলাধুলা ৫ জানুয়ারি, ২০২৩ ০৯:১২

অনিল কাপুরের মতো নায়ক হবেন সাকিব আল হাসান! 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,খেলাধুলা ডেস্কঃ এবার নায়ক বেশে ব্যাট হাতে নিতে চান ক্রিকেটার সাকিব আল হাসান। পেতে চান একটা সুযোগ আর এতেই বাজিমাত ঘটাতে চান এবারের বিপিএলের আসরে।  

২০০১ সালে বলিউডে মুক্তি পায় নায়ক: দ্য রিয়াল হিরো। যে ছবির নায়ক ছিলেন অনিল কাপুর। 

সেই সিনেমায় এই নায়ককে চ্যালেঞ্জ করেছিলেন ভিলেন অমরিশ পুরি। এক দিনের জন্য বানিয়েছিলেন দেশের মুখ্যমন্ত্রী। 

সে এক দিনেই দুর্নীতি দূর করার কাজটা বেশ ভালোই করেছিলেন শিবাজি রাও চরিত্রে অভিনয় করা অনিল।

নায়ক ছবির অনিল কাপুরের মতো একদিনের সিইও হলে সাকিব আল হাসানও বদলে দিতেন বিপিএলের সামগ্রিক চিত্র। 

২০১২ সালে আবির্ভাবের পর থেকে বিপিএল মানোন্নয়ন তো দূরে থাক, সময়ের সঙ্গে আরও যেন পিছিয়ে যাচ্ছে। চলতি বিপিএলেও দুরবস্থার চূড়ান্ত লক্ষ্য করা গেছে। 

 

এদিকে বিপিএল শুরুর আর মাত্র একদিন। তবে সমীকরণে অনুযায়ী এক দিন বাকি থাকলেও অনেক দলের ক্রিকেটাররা অনুশীলন জার্সিই এখনও পাননি। 

অনেকে আবার ভুল ইংলিশে ভরা জার্সি পরে হেঁটে বেড়াচ্ছেন। দলগুলোও অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। বরং মিরপুরের একই একাডেমি মাঠে সবাই গাদাগাদি করে অনুশীলন চালাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে।

প্রসঙ্গত, বিপিএলের এই দুরবস্থা বিবেচনায় এনে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, যদি একদিনের জন্য বিপিএলের সিইও করা হয় তবে কী করবেন তিনি? 

এই প্রশ্নের প্রতিউত্তর হিসেবে এ অলরাউন্ডার সাকিব অনিল কাপুরের সেই নায়ক সিনেমাকে সামনে টেনে এনে বিপিএল নিয়ে নিজের ভাবনা জানিয়ে বলেন, ‘‘নায়ক’ সিনেমা দেখছেন না? এক দিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।

তিনি বলেন,আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে। ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। দুই মাসও লাগবে না।

সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, নতুন করে অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, আধুনিক সব প্রযুক্তি থাকবে। সম্প্রচার ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’

উল্লেখ্য,সাকিব আল হাসান একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। তিনি ২৮ অক্টোবর ২০১৯ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি২০ আন্তর্জাতিক সংস্করণে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার বলে গণ্য করা হয়।

আমাদের কাগজ/এম টি