খেলাধুলা ৫ জানুয়ারি, ২০২৩ ০৬:০৪

স্মিথের ৩০তম সেঞ্চুরি, খাজার ১৯৫ 

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিটা আরেকটু পর নামলে কী হতো! উসমান খাজা হয়তো ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা পেয়ে যেতেন দ্বিতীয় দিনেই। সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডে নাইট টেস্টের দ্বিতীয় দিন শেষে খাজা অপরাজিত রইলেন ১৯৫ রানে। স্টিভেন স্মিথ অবশ্য ৩০তম সেঞ্চুরি হাঁকিয়ে সর্বোচ্চ টেস্ট শতক করার তালিকায় ডোনাল্ড ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন। তার রেকর্ড গড়ার দিনে দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে স্বাগতিক দল। প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৫ রান।

২ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শুরু করার পর দিনের সবচেয়ে বড় প্রতিরোধ গড়া খাজা-স্মিথের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে ২০৯ রান। স্মিথ ১০৪ রান করে কেশব মহারাজের বলে ফিরতি ক্যাচে পরিণত হলেও খাজা অপরাজিত আছেন ১৯৫ রানে। খাজার আগের সর্বোচ্চ স্কোরটি ১৭৪।

স্মিথের বিদায়ের পর খাজা-ট্রাভিস হেড ১১২ রান যোগ করেছেন। খেলার শেষ ভাগে হেডকে ৭০ রানে তালুবন্দি করিয়েছেন রাবাদা। খাজার সঙ্গে ৫ রানে ব্যাট করছেন রেনশ।

অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনেই হয়তো ইনিংস ঘোষণা করতে পারতো। সেটি হয়নি বৃষ্টির কারণে এক ঘণ্টা আগে খেলা শেষ হওয়ায়।

সংক্ষিপ্ত স্কোর দ্বিতীয় দিন শেষে:

১৩১ ওভারে ৪৭৫/৪ (খাজা ১৯৫*, স্মিথ ১০৪, লাবুশেন ৭৯, হেড ৭০, ম্যাট রেনশ ৫*; নর্কিয়া ২/৫৫, রাবাদা ১/১১৯, মহারাজ ১/১০৮)