রাজনীতি ১১ জানুয়ারি, ২০২৩ ০৯:২৯

১৫০ মেয়র আসবেন কক্সবাজারে, জানা গেছে কারণ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,কক্সবাজার ডেস্কঃ মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের-(ম্যাব) দুই দিনের সম্মেলন শুরু হচ্ছে আজ(১১ জানুয়ারী)।এ দিনে সারাদেশের দেড় শতাধিক মেয়র উপস্থিত থাকবে এই সম্মেলনকে ঘিরে। বুধবার (১১ জানুয়ারি) ও বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কক্সবাজার সাগর পাড়ের তারকা হোটেল ওশান প্যারাডাইস ও সি প্রিন্সেসের বলরুমে প্রথমবারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সূত্রে জানা গেছে, ম্যাবের সহসভাপতি কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সার্বিক নির্দেশনা এবং পরামর্শক্রমে অগ্রগতি কাজের তদারকি করছেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম। ইতোমধ্যে একাধিক প্রস্তুতি সভাও হয়েছে কক্সবাজার পৌরসভায়। এ কারণে বেশ কয়েকটি উপকমিটিও করে দেওয়া হয়। 

তথ্য অনুযায়ী, এদিন সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আজমত উল্লাহ খান।

এ ছাড়াও কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে অতিথিদের সম্মানে সমুদ্র সৈকতে ফানুস উড়ানো উৎসব, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বিষয়ক আয়োজন থাকবে। জানা গেছে,আয়োজনটি যাতে সফলভাবে শেষ করতে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন মেয়র মুজিবুর রহমান।

আমাদের কাগজ/এম টি