রাজনীতি ১১ জানুয়ারি, ২০২৩ ১১:৫৯

উপচে পড়া ভিড় নয়াপল্টনে ,‘সতর্ক’ অবস্থানে পুলিশ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে নেতাকর্মীদের ভিড়। বুধবার( ১১ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করছে বিএনপি এবং সমমনা ৫৩ রাজনৈতিক দল ও সংগঠন। এরমধ্যে রাজধানীর ৭ স্থানে গণঅবস্থান করবে দলগুলো।  

রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি, জাতীয় প্রেস ক্লাবের দুই প্রান্তে সাতদলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক ঐক্যজোট, বিজয়নগরে পানির ট্যাংকের পাশে ১২-দলীয় জোট, তেজগাঁও এফডিসি-সংলগ্ন অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও গণফোরাম আরামবাগে অবস্থান নেবে।

বিএনপির গণঅবস্থান কর্মসূচি ঘিরে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য ঢাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজ সকাল ৯টা থেকে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, পল্টন ও মতিঝিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, বিএনপিকে শান্তিপূর্ণভাবে গণঅবস্থানের জন্য ডিএমপি অনুমতি দিয়েছে। জনগণের নিরাপত্তার স্বার্থে ও বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে জমায়েত হচ্ছেন দলটির নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় কাকরাইল মোড়সহ আশপাশের এলাকায় দেখা গেছে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামী গণঅবস্থান না করে দেশের সব মহানগরে আলোচনা সভা করবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। 

রাজধানীসহ সারাদেশে আজ গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। গণমিছিলের মতো এই কর্মসূচিও জোরালোভাবে করতে চায় দলটি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কর্মসূচিতে অংশ নেবে সমমনা রাজনৈতিক দলগুলোও। এছাড়াও সাম্প্রতিক সময়ে গঠিত সমমনা জোটগুলোও এতে অংশ নেবে। কর্মসূচিতে বড় জমায়েত নিশ্চিত করতে দলগুলোর পক্ষ থেকে নানা প্রস্তুতিও নেওয়া হয়েছে। বিএনপির এই গণঅবস্থান থেকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচিও ঘোষণা আসবে বলে একাধিক সূত্রে জানা গেছে।

আমাদের কাগজ/এম টি