সারাদেশ ১১ জানুয়ারি, ২০২৩ ০৭:২১

মোবাইলে মগ্ন থাকায় ট্রেনের ধাক্কায় সাঈদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র সাঈদ আব্দুল্লাহ (২০) মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় । এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। বুধবার, ১১ জানুয়ারি বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সে মোবাইলে ফোনে কথা বলায় মগ্ন ছিল। এরকম তথ্য জানতে পেরেছে পুলিশ।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান জানান, তেজগাঁও রেলগেটে মোবাইল ফোনে কথা বলতে বলতে পার হচ্ছিল আব্দুল্লাহ। এসময় দুই দিক থেকে দুটি ট্রেন চলে আসে। তখন একটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে প্রথমে তার সহপাঠীরা মরদেহ উদ্ধার করে তাদের কলেজ ক্যাম্পাসে নিয়ে যায়। পরে সেখান থেকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

সহপাঠীরা জানান, সাঈদ আব্দুল্লাহ সকালে কলেজ হোস্টেল থেকে বের হয় কাকরাইল মসজিদে যাওয়ার জন্য। কিন্তু পথে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে সে। এদিকে নিহত শিক্ষার্থীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢামেক হাসপাতালের মর্গে।

আমাদেরকাগজ/ এইচকে