খেলাধুলা ১১ জানুয়ারি, ২০২৩ ০৯:০১

মাঠে না থেকেও পান্ট পাবেন ২৭ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে সুস্থভাবেই বাড়ি ফিরছিলেন রিশভ পান্ট। তখন কে জানতো অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলার মতো অবস্থাতেই থাকবেন না তিনি। শুধু অস্ট্রেলিয়া সিরিজই নয়। এ বছরই আর মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়েও আছে এখন সন্দেহ। কিন্তু তাতে উপার্জন থেমে থাকছে না রিশভ পান্টের। 

বাংলাদেশ থেকে ফিরে দিল্লী গিয়েছিলেন পান্ট। সেখান থেকে একদিন রাতে একাই রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এখানেই আসে বিপদ। ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুর্ঘটনায় পড়েন পান্ট। আর তাতেই পরিকল্পনার হিসাব-নিকাশই পালটে গেছে বাঁহাতি এ উইকেটরক্ষক ব্যাটারের। 

গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ধারণা করা হচ্ছিল, পান্টের সেরে উঠতে ছয় মাস লাগতে পারে। শেষমেষ সেই শঙ্কাই সত্যি হচ্ছে। আইপিএলে খেলতে পারবেন না দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক। 

দুঃসময়ে অবশ্য ক্রিকেট বোর্ডকে পাশে পাচ্ছেন ভারতীয় এ ক্রিকেটার। বিসিসিআই শুধু তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করছে না,  আইপিএল না খেলেও সেখানকার পুরো অর্থ এবং বার্ষিক বেতনের পুরোটা যাতে পান সে ব্যাপারেও নজর রাখছে। 

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, আইপিএলে বার্ষিক বেতনের পুরো ২০.৫ কোটি টাকাই পান্টকে দেবে বিসিসিআই। আর যেহেতু তিনি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন, তার সুবাদে পাবেন আরও ৬.৫ কোটি টাকা। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, চোটের কারণে কোনো ভারতীয় খেলোয়াড় আইপিএলে খেলতে না পারলে তার পারিশ্রমিক ফ্র্যাঞ্চাইজি দল নয়, বোর্ড দেবে। বিসিসিআই এই নিয়ম মেনেই সিদ্ধান্তটি নিয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও মেলেনি।

রিশভ পান্ট যে আইপিএল খেলতে পারবেন না, সেটা গতকাল নিশ্চিত করেছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলি। কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌরভ জানিয়েছেন, ‘পান্ট আইপিএল খেলতে পারছে না। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে। দারুণ একটা আইপিএল হবে। আমরাও ভালো করব। পান্টের চোটের প্রভাব অবশ্যই দিল্লির পারফরম্যান্সে পড়বে।’

এর আগে উন্নত চিকিৎসার জন্য পান্টকে দেরাদুনের ম্যাক্স হাসপাতাল থেকে মুম্বাইয়ের আম্বানি হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও করেছে বিসিসিআই। বিসিসিআইয়ের চাওয়া জুনে হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই পান্ট মাঠে ফিরুক। গত শুক্রবার হাঁটুর লিগামেন্টে সফল অস্ত্রোপচার হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের।

আমাদেরকাগজ/ এইচকে