সারাদেশ ১৩ জানুয়ারি, ২০২৩ ০৯:২০

মধ্যরাতে ঘরে আগুন, একই পরিবারের ৫ জন নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই সময় আগুনে পোড়া ছয়জনকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে একই পরিবারের পাঁচ জন নিহতের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

এ ঘটনায় দগ্ধ বাকি একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে পারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহাজন পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতরা হলেন— কাঙাল বসাক (৭০), ললিতা বসাক (৬০), লাকী বসাক (৩২), সৌরভ বসাক (১২) ও স্বরস্বতী বসাক (৪)। এ ঘটনায় আহত ব্যক্তির নাম খোকন বসাক (৪২)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা বলেন, রাত ২টার দিকে বসত ঘরটিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্য হয়। তারা সবাই ঘুমাচ্ছিলেন। তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. ইলিয়াস জানান, রাতে হঠাৎ আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু আগুন লাগার সূত্রপাতের সন্ধান এখনও পাওয়া যায়নি।

আমাদের কাগজ/এম টি