সারাদেশ ১৫ জানুয়ারি, ২০২৩ ০৪:২৭

২৮ বছরের যুবককে বিয়ে ৫০ বছরের নারীর, গেল প্রাণ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর হালিশহরে রাবেয়া খাতুন (৫০) এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ জামিনের বিরুদ্ধে। তবে হত্যাকান্ডের পর পরই দেখা মিলছে না স্বামীর, রয়েছে পলাতক। মিম (১০), মায়া (৩) নামের দুটি সন্তান রয়েছে রাবেয়া খাতুনের।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালিশহর থানার এল ব্লকের ৪ নাম্বার রোড়ের পানির টাংকির কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ-ব্লক ৪ নন্বর রোডে টিনশেড বাসায় ভাড়া থাকতেন ভাঙারী ব্যবসায়ী মোহাম্মদ জামিল। ৯ মাস আগে হাটহাজারীর রাবেয়া খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। জামিল বয়সে যুবক হলেও তার স্ত্রীর বয়স ছিলো দ্বিগুণ। এটি রাবেয়া বেগমের দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে দুই সন্তান রয়েছে।

প্রতিবেশীদের দাবী, ভাঙ্গারি ব্যবসায়ী জামিন নিয়মিত নেশা করতো। স্ত্রী রাবেয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ঝগড়া হতো।

তারা আরও জানান, কিছুদিন ধরে বাচ্চা নেওয়া নিয়ে জামিলের সঙ্গে রাবেয়ার ঝগড়া চলছিলো। জামিল বাচ্চা নেওয়ার পক্ষে থাকলেও রাবেয়া সায় ছিলো না। গতকাল সন্ধ্যায় এ নিয়ে ওই দম্পতির মধ্যে আবারো ঝগড়া হয়। এরই এক পর্যায়ে জামিল তার স্ত্রী রাবেয়ার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, পারিবারিক ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীর গলায় ছুরি ঢুকিয়ে দেন। আহত অবস্থায় রাবেয়া নামের ওই নারীকে হালিশহর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর তিনি মারা যান। অভিযুক্ত স্বামী জামিল ঘটনার পর পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
 

আমাদের  কাগজ/এমটি