খেলাধুলা ১৮ জানুয়ারি, ২০২৩ ০৬:৪২

বাংলাদেশের ক্রিকেটে সিক্স মান্থ রিভিউ’ সিস্টেম চালু 

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বে অন্যসব দেশের বোর্ডগুলো কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সঙ্গে এক বছরের চুক্তি করে থাকেন। বৈশ্বিক এই নিয়ম অনুসরণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেটারদের পারফরম্যান্সে তবুও নেই কোনো উন্নতির ছাপ। তাই ক্রিকেটারদের পারফরম্যান্স বিচারে এবার নড়চড়ে বসেছে বিসিবি।

ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নয়নে নতুন পদ্ধতি অবলম্বন করতে চলেছে বিসিবি। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স ৬ মাস অন্তর বিশ্লেষণ করবে বিসিবি। এজন্য ‘সিক্স মান্থ রিভিউ’ সিস্টেম চালু করার পরিকল্পনা করছে বিসিবি।

বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা ৬ মাস অন্তর অন্তর কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের পর্যালোচনা করব। আমরা চাই ছেলেরা কেন্দ্রীয় চুক্তিকে মূল্যায়ন করুক এবং সেভাবে কাজ করুক। চলতি বছরেই এই অভিনব পদ্ধতি প্রবর্তন করা হবে।’

জালাল ইউনুস আরও বলেন, ‘আমরা এখনও সিদ্ধান্ত নেইনি যে, নির্দিষ্ট মানের নিচে পারফর্ম করা খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিল করব কি না। তবে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।’

এদিকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘ছয় মাস রিভিউ সিস্টেমে খেলোয়াড়দের চুক্তি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই পদ্ধতির মানে এই নয় যে, ৬ মাস পরপর খেলোয়াড়দের চুক্তি পরিবর্তন করা হবে; বরং এর মাধ্যমে মানসম্মত পারফর্ম না করলে খেলোয়াড়দের প্রশ্ন করার সুযোগ বাড়বে।’

আমাদেরকাগজ/ এইচকে