খেলাধুলা ১৮ জানুয়ারি, ২০২৩ ১০:১৫

ওয়াকার ইউনিস পাকিস্তান দলের কোচিং পদে ফিরতে চান না 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ম্যান'স ক্রিকেট দলের বোলিং কোচ হতে চান না সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিস। টুইটবার্তায় স্পষ্ট এ কথা জানিয়ে দিলেন এই পেসার। পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) রমিজ রাজাকে ছাঁটাই করার পর চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন নাজাম শেঠি। দায়িত্ব নিয়ে এরই মধ্যে বেশ কয়েক জায়গায় পরিবর্তন এনেছেন তিনি। আরও কয়েক জায়গায় পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, আবারও পাকিস্তানের বোলিং কোচ হিসেবে ফিরছেন কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস।

এমন গুঞ্জনে পাকিস্তান ক্রিকেটে যখন উত্তাল অবস্থা বিরাজ করছে, ঠিক তখনই সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ৫১ বছর বয়সী রিভার্স সুইংয়ের মহারাজা ওয়াকার ইউনিস। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের বোলিং কোচ হওয়ার কোনো ইচ্ছা নেই তার। সম্প্রতি শাহজিব খান নামে পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ওয়াকারের কোচ হওয়ার গুঞ্জন নিয়ে টুইট করেন। যেখানে ওই ক্রীড়া সাংবাদিক টুইটে লেখেন, ‘পিসিবি ওয়াকার ইউনিসকে কোচ ও নির্বাচক কমিটিতেও থাকার জন্য প্রস্তাব দিয়েছে। সত্যি বলতে এটা ভয়ংকর একটা সংবাদ।’

এমন পোস্টের পর নেট দুনিয়ায় ওয়াকারকে নিয়ে নেতিবাচক কথা ছড়িয়ে পড়েছে। যা দেখে নিজেও চুপ থাকতে পারেননি তিনি। নেতিবাচক ওই টুইটের উত্তরও দিয়েছেন ওয়াকার।

শাহজিবের টুইটের জবাবে ওয়াকার লিখেছেন, ‘এই প্রস্তাব পেলেও কিছুই আসে যায় না। তবে তোমার এই টুইট লেখার ভঙ্গি, শব্দচয়নে অনেক কিছুই আসে যায়। দুঃখিত, যদি তোমার অনুভূতিতে আঘাত দিই। এর দুই ঘণ্টা পর টুইটে ওয়াকার জানান, তাঁকে বোলিং কোচ হওয়ার কোনো প্রস্তাব পিসিবি থেকে দেওয়া হয়নি, ‘আমি পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিতে পারি, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সবাইকে স্পষ্ট করে বলতে চাই, আমাকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। আমার পাকিস্তানের কোচ হওয়ার কোনো ইচ্ছাও নেই। ধন্যবাদ।’

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ওয়াকার ইউনিস পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন। তবে ক্রিকেটারদের সঙ্গে তার খারাপ সম্পর্ক নিয়ে বেশ কানাঘুষা হয়। তার কারণেই নাকি মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এছাড়া আহমেদ শেহজাদও তার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার জন্য ওয়াকারকে দায়ী করেন। এমন নানা অভিযোগ নিয়েই ২০২১ সালের সেপ্টেম্বরে কোচের পদ থেকে পদত্যাগ করেন ওয়াকার।

আমাদেরকাগজ/ এইচকে