খেলাধুলা ২১ জানুয়ারি, ২০২৩ ০৭:৪৮

প্রোটিয়াদের ১০৬ রানের টার্গেট দিল বাঘিনীরা

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের টার্গেট দিল বাঘিনীরা। আগে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারে ১১ রান তোলে টাইগ্রেস দুই ওপেনার প্রত্যাশা এবং মিস্টি।

দ্বিতীয় ওভারে মিড অফের উপর দিয়ে নান্দনিক এক শটে চার আদায় করে নেন প্রত্যাশা। ইনিংসের পঞ্চম ওভারে স্পিনার জেমা বোথার এক ফুলটসে সহজ ক্যাচ দিয়ে ১২ রান করে ফেরেন মিস্টি। ৭ম ওভারে প্রত্যাশা ব্যক্তিগত ১৪ রানে জীবন পান লুবির হাত থেকে। এই ক্রিকেটার কাউ কর্ণারের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। বেশ উঁচুতে উঠে যাওয়া বলটি তালুবন্দী করতে ব্যর্থ হন লুবি।

৮ম ওভারে তিনে ব্যাটিং করতে নামা দিলারা টানা তিন চার মারেন অফস্পিনার রেয়নেকে। অবশ্য এর দুই ওভার পরে একই বোলারের বলে আউট হয়ে ফেরেন দিলারা।

প্রথম দশ ওভারে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ২ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৫১ রান। বাংলাদেশের হার্ডহিটার ওপেনার প্রত্যাশাকে দারুণভাবে আটকে রাখে প্রোটিয়ার নারীরা। একের পর এক ব্যাট চালাতে থাকেন প্রত্যাশা। কিন্তু ব্যাটে বলে কোনোভাবেই যেন সংযোগ ঘটছিলো না এই ব্যাটারের।

এই ব্যাটার নিজেই চরম পর্যায়ের হতাশ হয়ে পড়ছিলেন এক পর্যায়ে। ম্যাচের ১২তম ওভারে রেয়নেকে ডাউন দ্য ট্র্যাকে এসে মারতে গিয়ে শেষ পর্যন্ত ৩৩ বলে ২১ রান করে ফেরেন প্রত্যাশা।

স্বর্ণা নেমেই প্রথম বলে চার মেরে শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত ১৮ বলে ২০ রান করে আউট হয়ে ফেরেন এই ব্যাটার। রেয়নেকের বলে ক্যাচ দিয়ে স্বর্ণা ফিরলে দ্রুত রান তোলার তাগিদে উপরে পাঠানো হয় মারুফাকে। কিন্তু কোনো রান না করতেই ফেরেন তিনিও।

এরপর সুমাইয়ার ২৪ এবং রাবেয়ার ৮ রানে ভর করে শতরানের কোটা পেরোয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পক্ষে রেয়নেকে ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন।

আমাদেরকাগজ/ এইচকে