বিনোদন ২২ জানুয়ারি, ২০২৩ ০৭:১১

মৃত্যুই জীবনের সমাপ্তি: তসলিমা নাসরিন

বিনোদন ডেস্ক: বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে ভারতে থাকা লেখিকা তসলিমা নাসরিন হাসপাতালের ভুল চিকিৎসার শিকার হয়েছেন। এ নিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন তিনি।

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আবারও ক্ষোভ প্রকাশ করেন এই লেখিকা।

তসলিমা নাসরিন লেখেন, মৃত্যুই জীবনের সমাপ্তি। কিন্তু মৃত্যু আমার জীবনে কোনো সমাপ্তি আনেনি শনিবার দুপুরবেলায়। শনিবার দুপুরবেলায় আচমকা কিছু লোক অন্ধকার থেকে উঠে এসে আমার চোখ বাঁধল প্রথম, তারপর হাত, তারপর দুটো পা। তারপর আরও গভীর অন্ধকারে নিয়ে গিয়ে আমার খুলি খুলে মস্তিষ্ক বের করে নিল, বুক খুলে হৃদপিণ্ড।

আমি এখনো অন্ধকারে পড়ে আছি, তবে আমি শ্বাস নিচ্ছি এখন। কারণ ফুসফুস দুটো এখনো বেঁচে আছে। এখনো হাত দুটো শূন্যে মেলে দিতে পারছি, এখনো চিৎকার করতে পারছি, বলতে পারছি—কার কী ক্ষতি করেছিলাম?

আমাদেরকাগজ/এইচএম