খেলাধুলা ২২ জানুয়ারি, ২০২৩ ০৮:৩২

 শরিফের চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা দিলেন তামিম   

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালকে সবাই উদার মনের মানুষ হিসেবে চেনেন। মানুষের বিপদে সবার আগে হাত বাড়িয়ে দিতে দেখা যায় তাঁকে। এবার আরও একবার উদারতার দৃষ্টান্ত দেখালেন দেশসেরা এই ওপেনার। ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার শরীফুল ইসলামের পাশে দাঁড়ালেন। রবিবার, ২২ জানুয়ারি চিকিৎসার জন্য শরীফের বাবার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন তিনি।

জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ রোববার বিকেলে তামিমের বনানীর বাসায় শরিফের বাবা শুক্কুর আলীকে নিয়ে যান । এরপর শরিফের বাবার হাতে ১০ লাখ টাকা তুলে দেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। সেই সঙ্গে বলেছেন, দুশ্চিন্তা না করতে। দিয়েছেন পাশে থাকার আশ্বাসও।

এর আগে বিসিবি শরিফ ইসলামের জন্য ৫ লাখ টাকা দেয় । বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পর্যবেক্ষণে এই ক্রিকেটারের চিকিৎসা চলছে। শরিফের জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালে অ্যাপোয়েন্টমেন্ট নেয়ার কাজ চলছে। একইসাথে তার পাসপোর্টও করতে দেয়া হয়েছে। ঢাকায় প্রথম কেমো দেয়ার পর তাকে ভারতে নেয়া হবে। তামিম ইকবাল ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে দাঁড়ান, এটা নতুন কিছু নয়। এর আগেও তিনি গ্রান্ডস ম্যানদের অর্থ দিয়ে সাহায্য করেছিলেন।

আমাদেরকাগজ/ এইচকে