প্রযুক্তি ডেস্ক: ১০ বছর ধরে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আমরা একইভাবে দেখে আসছি। তবে সেটার সমাপ্তি ঘটেছে। সাইটটির ব্যবহার আরও সহজ করে তোলার জন্য ১০ বছরেরও বেশি সময় পর ওয়েবসাইটের ডিজাইনে পরিবর্তন এনেছে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া। এরই মধ্যে, গত কয়েক সপ্তাহে বিভিন্ন ভাষায় নতুন এই ইন্টারফেস উন্মোচন করা হয়েছে। এবার ইংরেজি ভাষাতেও উইকিপিডিয়ার নতুন এই ইন্টারফেসের দেখা মিলছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, উইকিপিডিয়া জানিয়েছে, তাদের লক্ষ্য সাইটটির ব্যবহার আরও সহজ করে তোলা। সাইটটিতে ভাষা পরিবর্তন, অনুসন্ধান ইত্যাদি অপশনের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। তবে পরিবর্তন গুলিকে খুব একটা চোখে পড়ার মতো নয় বলে জানিয়েছেন অনেক ব্যবহারকারী।
উইকিপিডিয়ার ডিজাইনাররা জানান, মূলত সাইটের ‘সহজ’ ইন্টারফেস অক্ষত রেখেই আধুনিকীকরণ করার চেষ্টা করা হয়েছে। যাতে পরবর্তী প্রজন্মের পাঠকরাও এতে আকৃষ্ট হন। নতুন ইন্টারফেস তৈরি করতে বিভিন্ন দেশের প্রায় ৩০টি স্বেচ্ছাসেবী গ্রুপের সাহায্য নেওয়া হয়। এর মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ঘানা ও আর্জেন্টিনার মতো দেশের উইকিপিডিয়া পাঠকেরাও ছিলেন।
আমাদেরকাগজ/এইচএম