খেলাধুলা ২৪ জানুয়ারি, ২০২৩ ০৭:৫৩

তিন বছর পর রোহিতের সেঞ্চুরি 

স্পোর্টস ডেস্ক: অবশেষে তিন বছর ৫ দিন পর সেঞ্চুরির দেখা পেলেন ভারতীয় অধিনায়ক।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি খেলেন ১০১ রানের ঝড়ো ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিশতক হাঁকানো গিলও শতক পেয়েছেন। তাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটে ৩৮৫ রান করেছে ভারত।

সবশেষ ২০২০ সালের জানুয়ারিতে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৯ রানের ইনিংস খেলেছিলেন। এরপর আজ। গিল ও রোহিতের শতকের সঙ্গে হার্দিক পান্ডিয়ার অর্ধশতকে ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩৮৬ রানের লক্ষ্যে লড়ছে কিউইরা।

এটি ওয়ানডেতে রোহিতের ৩০তম শতরান। আজকের শতকে তিনি পাশে বসেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের। তিনি এখন পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ শতরানের মালিক। রোহিতের সামনে যে দুজন আছেন, তাঁরা দুজনই ভারতীয়—শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি।

আমাদেরকাগজ/এইচএম