বিনোদন ২৫ জানুয়ারি, ২০২৩ ১১:২৩

ভোর থেকেই প্রেক্ষাগৃহে লম্বা লাইন, ভারতে ‘পাঠান’ ঝড়

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর রাজসিক ভাবেই প্রত্যাবর্তন করলেন বলিউডের কিং অব রোমান্স খ্যাত শাহরুখ খান। অ্যাকশনধর্মী পাঠান সিনেমার মাধ্যমে ২০২৩ সালের শুরুতেই কিং খানের রুপালি পর্দায় ফেরার কথা সবারই জানা। প্রিয় তারকার জন্য অধির আগ্রহে অপেক্ষায় ছিলেন শাহরুখ ভক্তরাও।  

তবে প্রত্যাবর্তনের আগেই হোঁচট খেতে হয় শাহরুখ খানকে। মুক্তির আগেই সিনেমাটিকে ঘিরে শুরু হয় বিতর্ক।

তবে, সেই বিতর্ক মাথায় নিয়েই অবশেষে মুক্তি পেলো পাঠান ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) প্রেক্ষাগৃহে শুরু হচ্ছে সিনেমাটির প্রদর্শনী।

আর মুক্তির প্রথম দিন ভোর থেকেই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহের সামনে লম্বা লাইন দেখা দেখা গেছে গোটা ভারত জুড়ে। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

জানা গেছে, পাঠান এর অগ্রিম বুকিং শুরু হওয়ার পর থেকেই প্রথম কয়েক দিনের শো-এর টিকিট বিক্রি প্রায় শেষের দিকে। এরপর বিভিন্ন প্রেক্ষাগৃহে বিশেষ মর্নিং শো' ব্যবস্থা করা হয়েছে।

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে ছবিটি হিন্দির পাশাপাশি তামিল তেলেগু ভাষায়ও মুক্তি পেয়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আদিত্য চোপড়া প্রযোজিত পাঠান চলচ্চিত্রে শাহরুখের সঙ্গে দেখা যাবে জন আব্রাহাম দীপিকা পাড়ুকোনকেও।

 

 

 

আমাদের কাগজ/টিআর