খেলাধুলা ২৬ জানুয়ারি, ২০২৩ ০৬:০১

পিএসএলের মিনি ড্রাফটে দল পেলেন যারা 

স্পোর্টস ডেস্ক : চূড়ান্ত হল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলগুলোর স্কোয়াড। মিনি ড্রাফটে ৬ দল বেছে নিয়েছে তাদের বদলি ও সাপ্লিমেন্টারী খেলোয়াড়দের। বুধবার, ২৫ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের রিপ্লেসমেন্ট ড্রাফটে পিকদের মধ্যে বড় নাম কাইরন পোলার্ড, হারিস সোহেল, স্যাম বিলিংস, বেন কাটিং। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। সাকিব আল হাসানসহ বাংলাদেশি ক্রিকেটারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

পিএসএলের মিনি প্লেয়ার্স ড্রাফটে প্রতিটি দলকে দুটি পরিপূরক খেলোয়াড় যোগ করার পাশাপাশি বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেয় পিসিবি ও পিএসএল কর্তৃপক্ষ। যেখানে দেশি-বিদেশি অনেক ক্রিকেটারকে নিজেদের দলে টেনে নেয় ৬ ফ্র‍্যাঞ্চাইজি।

সাপ্লিমেন্টারি ও রিপ্লেসমেন্টের মাধ্যমে কে কোন দলে :


করাচি কিংস: সাপ্লিমেন্টারী- বেন কাটিং এবং মুসা খান। রিপ্লেসমেন্ট- ফয়সাল আকরাম।

পেশোয়ার জালমি: সাপ্লিমেন্টারী: খুররম শাহজাদ এবং হারিস সোহেল। রিপ্লেসমেন্ট: রিচার্ড গ্লিসন।

লাহোর কালান্দার্স: সাপ্লিমেন্টারী- আহসান ভাট্টি। রিপ্লেসমেন্ট- স্যাম বিলিংস, শেন ড্যাডসওয়েল, কুশল মেন্ডিস।

ইসলামাবাদ ইউনাইটেড: সাপ্লিমেন্টারী- টম কুরান এবং জাফর গোহর। রিপ্লেসমেন্ট- গাস অ্যাটকিনসন, টাইমাল মিলস।

মুলতান সুলতানস: সাপ্লিমেন্টারী- কাইরন পোলার্ড এবং আমাদ বাট। রিপ্লেসমেন্ট- ওয়েইন পার্নেল, ইজহারুল হক নাভিদ।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: সাপ্লিমেন্টারী- কায়েস আহমেদ এবং সৌদ শাকিল। রিপ্লেসমেন্ট- ডোয়াইন প্রিটোরিয়াস, উইল জ্যাকস, নুয়ান থুশারা।