জাতীয় ২৬ জানুয়ারি, ২০২৩ ০৬:৩৯

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে জোরালোভাবে চেষ্টা চালানো হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: র‌্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জোরালোভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনৈতিক বিষয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিরোধী দলের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের নিষেধাজ্ঞা ঠেকাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস সবসময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছে। তাদের পরামর্শ অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, র‌্যাব, আইনি সহায়তা সংস্থা, আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ মিশন নিয়মিত সমন্বয় করছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে সেক্রেটারি অফ স্টেট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, মিশেল জে. তিনি আরও বলেন, সিসনের সঙ্গে দেখা করে র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, ওই সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্র দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত ডোনাল্ড লু এবং কাউন্সেলর ডেরেক এইচ শ্যালেটের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মানবাধিকার নিশ্চিতে বাংলাদেশের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।

আমাদেরকাগজ/এইচএম