সারাদেশ ২৬ জানুয়ারি, ২০২৩ ০৭:৩০

বিএনপির অত্যাচার ভুলে থাকতে চাই: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় এসে ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত যে অত্যাচার করেছে তা আমরা ভুলে থাকতে চাই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের হয়ে নির্বাচনী প্রচারণা শেষে এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, বিএনপির সঙ্গে গণতন্ত্র চর্চার কিছু নেই। এখন তারা গণতন্ত্রের অজুহাতে বড় বড় কথা বলে। বিএনপি ক্ষমতায় এসে ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত যে অত্যাচার করেছে তা আমরা ভুলে থাকতে চাই। আমরা চাই নারায়ণগঞ্জের পরিবেশ শান্ত থাকুক।

শামীম ওসমান বলেন, বিএনপির একজন খুনির নির্দেশে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। লাশ নিয়ে কবরস্থানে যাচ্ছিলাম, সেই লাশের মধ্যে গুলি করা হয়েছে। কবরস্থানে যেতে দেওয়া হয়নি। ৪৯ জন নেতাকর্মীকে বিএনপির শাসনামলে দাফন করা হয়েছে। আমাদের বাড়িঘরে হামলা করা হয়েছে। আমার বড় ভাইয়ের (সংসদ সদস্য সেলিম ওসমান) খামারে ৩০০ গরুর দুধের বান (ওলান) কেটে দেওয়া হয়েছে। এরা তারাই, এদের সঙ্গে গণতন্ত্র চর্চার মানসিকতা আমাদের নেই।

তিনি বলেন, এখন বিএনপির কিছু নেতারা গরম বক্তব্য দিয়ে পরিবেশ গরম করার চেষ্টা করছেন, অশান্তি সৃষ্টি করতে চাইছেন। আমারা বলি নারায়ণগঞ্জকে শান্ত থাকতে দিন। বড় বড় কথা বলে পুরোনো ইতিহাস মনে করিয়ে দেবেন না। আমরা সব ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়েছি।

আমাদেরকাগজ/এইচএম