সারাদেশ ২৮ জানুয়ারি, ২০২৩ ০৫:৫৭

দুই যুবককে হত্যায় বাড়িতে অগ্নিসংযোগ, ১২শ’ আসামি

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ঘোড়াঘাটে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে চরাঞ্চলে প্রায় ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও চুরির অভিযোগে অজ্ঞাত ১২শত জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি মামলা করা হয়েছে। 

উপজেলার খোদাতপুর (চুনিয়াপাড়া) গ্রামের হায়দার আলীর সঙ্গে সাম্প্রতিক চর এলাকা থেকে এসে বসবাসরত ওমর ফারুকের ২৮ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ২৫ জানুয়ারি সকাল ৯টার দিকে হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) ও ভাতিজা রাকিব (২২) মোটরসাইকেল যোগে ওমর আলীর বাড়ির পার্শ্বে তাদের গভীর নলকূপের ঘরের নিকট আসে। এ সময় রাস্তার অপর পাশে বসবাসরত ওমর আলীর তার ছেলে সামিরুল (২০) ও তার স্ত্রী মোমেতাসহ ৫-৬ জন তাদের উপর ছুরি নিয়ে আক্রমন করে। মোটরসাইকেলে থাকা মোনোয়ার হোসেন মিমকে স্থানীয় লোকজন ঘোড়াঘাট হাসপাতালে ও আহত রাকিবকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করা হলে পুলিশ বুধবারেই ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ওমর আলী, তার স্ত্রী মোমেতা বেগম ও পুত্র সামিরুল। বুধবার লাশ ময়নাতদন্ত শেষে বাদ যোহর দাফনের পর স্থানীয় উত্তেজিত জনতা ওমর আলীসহ আশপাশে চর এলাকা থেকে আগত প্রায় ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এবং গরু-ছাগলসহ ব্যাপক মালামাল লুটপাট করে। 

ঘোড়াঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টো জানান, এলাকায় শান্তি বজায় রাখার জন্য তাকে সভাপতি করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এছাড়া অজ্ঞতনামা ১২শ জনের নামে মামলা হলেও আসামিরা সবাই বাড়িতে আছেন। আমরা একটা সমাধানের চেষ্টা করছি।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, শনিবার দিবাগত রাতে ঘোড়াঘাট সদর ইউনিয়নের এক গ্রাম পুলিশের সদস্য বাদী হয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও চুরির একটি মামলা দায়ের করেন।

আমাদেরকাগজ/ এইচকে